ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামে সাবেক মেয়র মনজুরের অর্থায়নে খালেদা জিয়ার নামে প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট সময় : ০৯:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

কিরণ শর্মা. চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শুভ উদ্বোধন হয়েছে।

সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের অর্থায়নে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রথম দিনে চার শত জন ছাত্র-ছাত্রী নিয়ে উদ্বোধন হলো। এদিন অনুষ্ঠিত এক সুধী সমাবেশে উদ্বোধক মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সরোয়ার আলম বলেন, আমাদের ফাউন্ডেশন ও ট্রাস্ট এবং আমাদের পিতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে বিপুলসংখ্যক আলেম ও হাফেজ দিয়ে ১০১ বার পবিত্র কোরআন শরীফ খতম দেয়ার পর তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর কবরস্থানে হাফেজ দ্বারা ৪০ দিনব্যাপী খতমে কুরআনের আয়োজন করা হয়, যা চলমান আছে। চার দিনের মাথায় কুলখানি ও জিয়াফত করা হয়, পাঁচ দিনের মাথায় ফল কুলখানি অনুষ্ঠিত হয় এবং গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর দশদিনের মাথায় তাঁর নামে দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয় এবং ১৩ দিনের মাথায় পটিয়ায় বেগম খালেদা জিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বেগম খালেদা জিয়ার মৃত্যুর ১৫ দিনের মাথায় আমরা বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলাম। এ ধরনের উদ্যোগ বাংলাদেশে কেউ গ্রহণ করেছে কিনা আমাদের জানা নেই। তিনি আরো বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, তাঁর আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যাবো।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি বলেন, আমরা সমাজের সেবা করি, শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাকে মেয়র পদে নির্বাচন করার অনুমতি দিয়ে আমাকে চিরদিন ঋণী করে গেছেন। তাঁর আদর্শে ছাত্ররা উদ্বুদ্ধ হবেন এ লক্ষ্যে আমরা তাঁর নামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। আমাদের সকল প্রয়াস দেশ ও জাতির কল্যাণে নিবেদিত। ব্যক্তিগত স্বার্থ হাসিল করা আমাদের লক্ষ্য নয়।

মানবসেবার মাধ্যমে, শিক্ষা বিস্তারের মাধ্যমে, মসজিদ, মাদ্রাসার মাধ্যমে আমাদের কার্যক্রম। তিনি তাদের সকল কর্মপ্রয়াসে সকলের সহযোগিতা কামনা করেন।

বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেসসহ শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।

অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মোহাম্মদ আলমগীর, বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা সিরাজউদ্দীন, আকবর শাহ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন টনু , ১১ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফি, মোঃ শফিউল আলম, মোহাম্মদ রফিক, বাবুল হক, বিএনপি নেতা নওশাদ আলী, সিরাজ উদ্দিন, যুবদলের নেতা নিজামুদ্দিন, বিএনপি নেতা মোঃ শাহজাহান, নাসির, জানে আলম প্রমুখ। ছাত্র-ছাত্রীদের হাতে ড্রেসসহ শিক্ষাসামগ্রী তুলে দেন সাবেক মেয়র মোঃ মনজুর আলম ও সমাজসেবক সরোয়ার আলম।

সানা/ওআ/আপ্র/১৬/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে সাবেক মেয়র মনজুরের অর্থায়নে খালেদা জিয়ার নামে প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : ০৯:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

কিরণ শর্মা. চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শুভ উদ্বোধন হয়েছে।

সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের অর্থায়নে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রথম দিনে চার শত জন ছাত্র-ছাত্রী নিয়ে উদ্বোধন হলো। এদিন অনুষ্ঠিত এক সুধী সমাবেশে উদ্বোধক মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সরোয়ার আলম বলেন, আমাদের ফাউন্ডেশন ও ট্রাস্ট এবং আমাদের পিতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে বিপুলসংখ্যক আলেম ও হাফেজ দিয়ে ১০১ বার পবিত্র কোরআন শরীফ খতম দেয়ার পর তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর কবরস্থানে হাফেজ দ্বারা ৪০ দিনব্যাপী খতমে কুরআনের আয়োজন করা হয়, যা চলমান আছে। চার দিনের মাথায় কুলখানি ও জিয়াফত করা হয়, পাঁচ দিনের মাথায় ফল কুলখানি অনুষ্ঠিত হয় এবং গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর দশদিনের মাথায় তাঁর নামে দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয় এবং ১৩ দিনের মাথায় পটিয়ায় বেগম খালেদা জিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বেগম খালেদা জিয়ার মৃত্যুর ১৫ দিনের মাথায় আমরা বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলাম। এ ধরনের উদ্যোগ বাংলাদেশে কেউ গ্রহণ করেছে কিনা আমাদের জানা নেই। তিনি আরো বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, তাঁর আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যাবো।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি বলেন, আমরা সমাজের সেবা করি, শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাকে মেয়র পদে নির্বাচন করার অনুমতি দিয়ে আমাকে চিরদিন ঋণী করে গেছেন। তাঁর আদর্শে ছাত্ররা উদ্বুদ্ধ হবেন এ লক্ষ্যে আমরা তাঁর নামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। আমাদের সকল প্রয়াস দেশ ও জাতির কল্যাণে নিবেদিত। ব্যক্তিগত স্বার্থ হাসিল করা আমাদের লক্ষ্য নয়।

মানবসেবার মাধ্যমে, শিক্ষা বিস্তারের মাধ্যমে, মসজিদ, মাদ্রাসার মাধ্যমে আমাদের কার্যক্রম। তিনি তাদের সকল কর্মপ্রয়াসে সকলের সহযোগিতা কামনা করেন।

বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেসসহ শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।

অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মোহাম্মদ আলমগীর, বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা সিরাজউদ্দীন, আকবর শাহ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন টনু , ১১ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফি, মোঃ শফিউল আলম, মোহাম্মদ রফিক, বাবুল হক, বিএনপি নেতা নওশাদ আলী, সিরাজ উদ্দিন, যুবদলের নেতা নিজামুদ্দিন, বিএনপি নেতা মোঃ শাহজাহান, নাসির, জানে আলম প্রমুখ। ছাত্র-ছাত্রীদের হাতে ড্রেসসহ শিক্ষাসামগ্রী তুলে দেন সাবেক মেয়র মোঃ মনজুর আলম ও সমাজসেবক সরোয়ার আলম।

সানা/ওআ/আপ্র/১৬/০১/২০২৬