চট্টগ্রাম প্রতিনিধি : ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের কর্মসূচির অংশ হিসেবে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) উদ্যোগে চট্টগ্রামে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি পরিচালনা করেন সিসিএ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের অ্যাম্বাসেডর ও প্রযুক্তি বিষয়ক লেখক সাফ্ফাত আহম্মদ খান। কর্মশালায় সাইবার অপরাধ, কম্পিউটার হ্যাকিং, ম্যালওয়্যার, স্মার্টফোনের নিরাপত্তা, ইন্টারনেট ব্যবহারে সতর্কতার নানা দিক আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। কর্মশালাটি আয়োজন করতে সার্বিক সহযোগিতা করেছে সার্ভিসটেক ও স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি। আলোচনায় সাফ্ফাত আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা বর্তমানে আমাদের জীবনযাপনের মৌলিক বিষয় হয়ে গেছে। প্রতিদিনই নতুন ধরনের সাইবার হামলার কথা শুনা যাচ্ছে। নিজেকে অনলাইনে সুরক্ষিত রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সহযোগী হিসেবে থাকবেন বলে আশা প্রকাশ করেন আয়োজনে সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
চট্টগ্রামে সাইবার নিরাপত্তা মাসের কর্মশালা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ