ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

চট্টগ্রামে শুরু হলো ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’

  • আপডেট সময় : ০৮:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘একসাথে বাঁচি, একসাথে বলি মঞ্চ আমাদের শক্তি’ সেøাগান সামনে রেখে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী নাট্যোৎসব। ‘নাট্য সম্ভার ২০২৫’ নামের এই আয়োজনটির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ৯টি নাটক। এতে অংশ নিচ্ছে ৭টি নাট্যদল।

উৎসবের উদ্বোধনী দিন ১৬ মে ও পরদিন ১৭ মে টানা দুই দিন মঞ্চস্থ হবে অ্যাঁভাগার্ড নাট্যদলের ‘ফায়ার’। সুমন টিংকুর রচনা ও শামসুল কবীর লিটনের নির্দেশনায় নাটকটি দর্শককে এক প্রতিকূল বাস্তবতার ভেতর নিয়ে যাবে।

প্রসেনিয়াম নাট্যদল ১৮ মে নিয়ে আসছে ‘সারারাত্তির’। বাদল সরকারের লেখা ও মোকাদ্দেম মোরশেদের নির্দেশনায় এ নাটকে দেখা যাবে বর্ষার রাতে এক দম্পতি আটকে পড়ে একটি পোড়া বাড়িতে। সেখানে তাদের দেখা হয় বাড়ির এক রহস্যময় প্রৌঢ়ের সঙ্গে। ধীরে ধীরে সম্পর্কের ভেতরের ফাঁকফোকর খুলে পড়ে সামনে। নাটকটি গভীরভাবে স্পর্শ করবে সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা দূরত্ব ও উপলব্ধিকে।

মঞ্চে ১৯ মে উঠবে অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম হাসান।

কথক থিয়েটার ২০ মে পরিবেশন করবে ‘অস্পৃশ্য’। নাট্যরূপ শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য।
থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের প্রযোজনা ‘অন্তর্দাহ’ ও ‘ইজ্জত’ মঞ্চে আসবে ২১ ও ২২ মে পর পর দুই দিন। যথাক্রমে শ্যামাকান্ত দাশ ও অমল রায়ের রচনা এবং নির্দেশনায় রয়েছেন তাপস শেখর।

নাট্যধারা ২৩ মে পরিবেশন করবে ব্যঙ্গধর্মী নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’। আহম্মদ কবীরের রচনা ও মোস্তাফা কামাল যাত্রার নির্দেশনায় এটি তুলে ধরবে এক বিদ্রুপপূর্ণ উচ্চশিক্ষা বাস্তবতা।

উৎসবের পর্দা নামবে ২৪ মে উত্তরাধিকার নাট্যদলের ‘ফুলকুমারী’ দিয়ে। নাটকটি লিখেছেন আমিনুর রহমান মুকুল ও নির্দেশনা মোসলেম উদ্দীন সিকদারের।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শুরু হলো ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’

আপডেট সময় : ০৮:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বিনোদন ডেস্ক: ‘একসাথে বাঁচি, একসাথে বলি মঞ্চ আমাদের শক্তি’ সেøাগান সামনে রেখে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী নাট্যোৎসব। ‘নাট্য সম্ভার ২০২৫’ নামের এই আয়োজনটির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ৯টি নাটক। এতে অংশ নিচ্ছে ৭টি নাট্যদল।

উৎসবের উদ্বোধনী দিন ১৬ মে ও পরদিন ১৭ মে টানা দুই দিন মঞ্চস্থ হবে অ্যাঁভাগার্ড নাট্যদলের ‘ফায়ার’। সুমন টিংকুর রচনা ও শামসুল কবীর লিটনের নির্দেশনায় নাটকটি দর্শককে এক প্রতিকূল বাস্তবতার ভেতর নিয়ে যাবে।

প্রসেনিয়াম নাট্যদল ১৮ মে নিয়ে আসছে ‘সারারাত্তির’। বাদল সরকারের লেখা ও মোকাদ্দেম মোরশেদের নির্দেশনায় এ নাটকে দেখা যাবে বর্ষার রাতে এক দম্পতি আটকে পড়ে একটি পোড়া বাড়িতে। সেখানে তাদের দেখা হয় বাড়ির এক রহস্যময় প্রৌঢ়ের সঙ্গে। ধীরে ধীরে সম্পর্কের ভেতরের ফাঁকফোকর খুলে পড়ে সামনে। নাটকটি গভীরভাবে স্পর্শ করবে সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা দূরত্ব ও উপলব্ধিকে।

মঞ্চে ১৯ মে উঠবে অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম হাসান।

কথক থিয়েটার ২০ মে পরিবেশন করবে ‘অস্পৃশ্য’। নাট্যরূপ শিবলু চৌধুরী, নির্দেশনায় শোভনময় ভট্টাচার্য।
থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের প্রযোজনা ‘অন্তর্দাহ’ ও ‘ইজ্জত’ মঞ্চে আসবে ২১ ও ২২ মে পর পর দুই দিন। যথাক্রমে শ্যামাকান্ত দাশ ও অমল রায়ের রচনা এবং নির্দেশনায় রয়েছেন তাপস শেখর।

নাট্যধারা ২৩ মে পরিবেশন করবে ব্যঙ্গধর্মী নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’। আহম্মদ কবীরের রচনা ও মোস্তাফা কামাল যাত্রার নির্দেশনায় এটি তুলে ধরবে এক বিদ্রুপপূর্ণ উচ্চশিক্ষা বাস্তবতা।

উৎসবের পর্দা নামবে ২৪ মে উত্তরাধিকার নাট্যদলের ‘ফুলকুমারী’ দিয়ে। নাটকটি লিখেছেন আমিনুর রহমান মুকুল ও নির্দেশনা মোসলেম উদ্দীন সিকদারের।

আজকের প্রত্যাশা/কেএমএএ