ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে তাঁতবস্ত্র ও ক্ষুদ্র শিল্পমেলা শুরু

  • আপডেট সময় : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশি তাঁত ও জামদানি শিল্প বাঁচিয়ে রাখার স্বার্থে এবারের ঈদে দেশি পোশাক কেনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। শুক্রবার বিকেলে নগরীর জিইসি কনভেনশেন সেন্টার চত্বরে মাসব্যাপী তাঁতবস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্পমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কুটির শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী হান্নান শিকদার, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিগত দুই বছর করোনা মহামারির কারণে দেশের ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এখন তারা আবার উঠে দাঁড়ানোর সংগ্রাম করছে। এসময় তাদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। ফিতা কেটে মেলা উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় বিখ্যাত জামদানি শাড়ি, তাঁত ও দেশি থ্রিপিস, পাঞ্জাবি, নানা পোশাক, মাটির তৈরি পণ্যসহ রকমারি গৃহস্থালি সামগ্রীর স্ট রয়েছে। মেলা চলবে চাঁদরাত পর্যন্ত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে তাঁতবস্ত্র ও ক্ষুদ্র শিল্পমেলা শুরু

আপডেট সময় : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশি তাঁত ও জামদানি শিল্প বাঁচিয়ে রাখার স্বার্থে এবারের ঈদে দেশি পোশাক কেনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। শুক্রবার বিকেলে নগরীর জিইসি কনভেনশেন সেন্টার চত্বরে মাসব্যাপী তাঁতবস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্পমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কুটির শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী হান্নান শিকদার, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিগত দুই বছর করোনা মহামারির কারণে দেশের ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এখন তারা আবার উঠে দাঁড়ানোর সংগ্রাম করছে। এসময় তাদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। ফিতা কেটে মেলা উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় বিখ্যাত জামদানি শাড়ি, তাঁত ও দেশি থ্রিপিস, পাঞ্জাবি, নানা পোশাক, মাটির তৈরি পণ্যসহ রকমারি গৃহস্থালি সামগ্রীর স্ট রয়েছে। মেলা চলবে চাঁদরাত পর্যন্ত।