ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

  • আপডেট সময় : ১১:৫০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে আকস্মিক দমকা হাওয়ায় উপড়ে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ঝরঝরি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রীনা আক্তার (৪০) ঝরঝরি গ্রামের মোহাম্মদ শাহআলমের ছেলে। তিনি পেশায় দিনমজুর বলে জানা গেছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি জানান, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে একটি গাছ উপড়ে শাহআলমের বসতঘরের ওপর পড়ে। তার স্ত্রী রীনা আক্তার তখন ঘরের ভেতরে ছিলেন। গাছ চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাতেমা জামান বলেন, ‘রীনা আক্তারের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম ছিল। হাসপাতালে আনার আগেই উনার মৃত্যু হয়েছে।’ এদিকে কয়েকদিন ধরে তাপদাহের পর বুধবার সকালে চট্টগ্রাম জেলা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। চট্টগ্রামের আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া কালবৈশাখী প্রায় একঘণ্টা স্থায়ী ছিল। এর গতিবেগ ছিল ৪০ থেকে ৬৫ কিলোমিটারের মধ্যে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনেক বছর পর সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১১:৫০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে আকস্মিক দমকা হাওয়ায় উপড়ে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ঝরঝরি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রীনা আক্তার (৪০) ঝরঝরি গ্রামের মোহাম্মদ শাহআলমের ছেলে। তিনি পেশায় দিনমজুর বলে জানা গেছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি জানান, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে একটি গাছ উপড়ে শাহআলমের বসতঘরের ওপর পড়ে। তার স্ত্রী রীনা আক্তার তখন ঘরের ভেতরে ছিলেন। গাছ চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাতেমা জামান বলেন, ‘রীনা আক্তারের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম ছিল। হাসপাতালে আনার আগেই উনার মৃত্যু হয়েছে।’ এদিকে কয়েকদিন ধরে তাপদাহের পর বুধবার সকালে চট্টগ্রাম জেলা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। চট্টগ্রামের আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া কালবৈশাখী প্রায় একঘণ্টা স্থায়ী ছিল। এর গতিবেগ ছিল ৪০ থেকে ৬৫ কিলোমিটারের মধ্যে।