ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেপ্তার ২৭

  • আপডেট সময় : ০৮:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার ছাড়াও মঙ্গলবার সংঘর্ষের সময় ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম শহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় সদস্যকে দেশি অস্ত্র এবং ককটেলসহ আটক করা হয়েছে।
আইনজীবীর মৃত্যুতে আদালত বর্জন কর্মসূচি: চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত না হওয়ায় আদালতের কার্যক্রম চলছে না বলে জানিয়েছেন চট্টগ্রামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার আমাদের একজন সহকর্মীকে ইসকনের সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বুধবার সারা দিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি।’

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেপ্তার ২৭

আপডেট সময় : ০৮:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার ছাড়াও মঙ্গলবার সংঘর্ষের সময় ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম শহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় সদস্যকে দেশি অস্ত্র এবং ককটেলসহ আটক করা হয়েছে।
আইনজীবীর মৃত্যুতে আদালত বর্জন কর্মসূচি: চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত না হওয়ায় আদালতের কার্যক্রম চলছে না বলে জানিয়েছেন চট্টগ্রামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার আমাদের একজন সহকর্মীকে ইসকনের সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বুধবার সারা দিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি।’