নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. নুরনবী ম্যাক্সন ভারতে গ্রেপ্তার হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান। ওসি বলেন, ম্যাক্সন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় ১১টি মামলা আছে। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভারতে ম্যাক্সনকে ৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখায় চিঠি দিয়েছি। পুলিশের একটি সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণার বারানগর থানার ডানলপ এলাকা থেকে দেশটির সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভারতেও মামলা করা হয়েছে। নিজেকে মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে দীর্ঘদিন বসবাস করেছেন ম্যাক্সন। সেখানে তার নাম ছিল তমাল চৌধুরী। গ্রেপ্তার নুরনবী ম্যাক্সন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার জাহানপুর এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি চট্টগ্রামের শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী ছিলেন। ২০১১ সালে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ দুইটি একে-৪৭ রাইফেলসহ ম্যাক্সনকে গ্রেপ্তার করে। ২০১৬ সালে একটি অস্ত্র মামলায় ২১ বছরের কারাদ- হয়েছিল তার। ২০১৬ সালে কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে বিদেশ চলে যান ম্যাক্সন।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরনবী ভারতে গ্রেপ্তার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ