ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু

  • আপডেট সময় : ১১:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওস্তাদপাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) ও খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রংমিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যায় একটি পিকআপ। রাত পৌনে ৯টার দিকে গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের গায়ে পড়ে। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তারা মারা যান। ঘটনার সময় বিদ্যুৎলাইন সচল থাকায় উদ্ধারে কেউ সাহস পাননি। পরে বিদ্যুৎ বন্ধ হলে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

কচুয়াই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম জানান, বালুবাহী একটি পিকআপের সঙ্গে লেগে পল্লীবিদ্যুতের একটি তার ছিঁড়ে দুই যুবক মারা গেছেন। এর মধ্যে একজনের বাড়ি কচুয়াই ইউনিয়ন ও অন্যজন খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় ইকবাল নামের আরও একজন আহত হয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ছুটে গেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানানো হবে।

এসি/আপ্র/২৩/১০/২০২৫

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওস্তাদপাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) ও খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রংমিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যায় একটি পিকআপ। রাত পৌনে ৯টার দিকে গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের গায়ে পড়ে। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তারা মারা যান। ঘটনার সময় বিদ্যুৎলাইন সচল থাকায় উদ্ধারে কেউ সাহস পাননি। পরে বিদ্যুৎ বন্ধ হলে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

কচুয়াই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম জানান, বালুবাহী একটি পিকআপের সঙ্গে লেগে পল্লীবিদ্যুতের একটি তার ছিঁড়ে দুই যুবক মারা গেছেন। এর মধ্যে একজনের বাড়ি কচুয়াই ইউনিয়ন ও অন্যজন খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় ইকবাল নামের আরও একজন আহত হয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ছুটে গেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানানো হবে।

এসি/আপ্র/২৩/১০/২০২৫