ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়ার মহাসড়কে ডাকাতের হামলায় যুবক নিহত

  • আপডেট সময় : ০১:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা অংশে ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। গত ২২ দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী। তাদের দুই শিশু সন্তান রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত থেকেই জড়িত ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতের হাতে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। পরে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চারজনকে স্থানীয়রা হাসপাতালে নেয়। তাদের মাঝে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ডাকাতরা তৎপর হয়ে উঠেছে। প্রায়শই গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, কিভাবে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই প্রচেষ্টা চলছে।
সানা/আপ্র/১৯/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চকরিয়ার মহাসড়কে ডাকাতের হামলায় যুবক নিহত

আপডেট সময় : ০১:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা অংশে ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। গত ২২ দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী। তাদের দুই শিশু সন্তান রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত থেকেই জড়িত ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতের হাতে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। পরে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চারজনকে স্থানীয়রা হাসপাতালে নেয়। তাদের মাঝে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ডাকাতরা তৎপর হয়ে উঠেছে। প্রায়শই গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, কিভাবে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই প্রচেষ্টা চলছে।
সানা/আপ্র/১৯/০৯/২০২৫