ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ঘোড়াশালে এলিট স্টিলের নতুন কারখানা

  • আপডেট সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : নরসিংদীর ঘোড়াশালে এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন কারখানা চালু হয়েছে। বৃহস্পতিবার এ কারখানা উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন এ ইউনিট চালুর ফলে প্রতি মাসে ১০ হাজার টন বিলেট এবং ৫ হাজার টন রড উৎপাদনের ক্ষমতা বাড়বে এলিট স্টিলের। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮২ সালে এলিট স্টিল ইন্ডাকশন ফার্নেস প্রযুক্তির প্রথম কারখানা স্থাপন করে। দেশের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাড়তে থাকায় ভালো মানের স্টিলের চাহিদাও বাড়ছে। এ কারণে দ্বিতীয় ইউনিট চালু করেছে এলিট স্টিলস। এতে বলা হয়, এ কারখানায় প্রতিটি ২৫ টন ক্ষমতার দুটি অত্যাধুনিক ফার্নেস স্থাপন করা হয়েছে। আধুনিক সিসিএম (কন্টিনিউয়াস কাস্টিং মেশিন) থাকায় উৎপাদন চাহিদা অনুযায়ী আরও বাড়ানো যাবে। কারখানাটিতে বায়ু দূষণ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত পানি শোধনের পর আবার তা ব্যবহার করা যাবে। এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজের পরিচালক সায়ান সেরাজ বলেন, “ক্রেতারা উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে আসছিলেন। নতুন ইউনিট চালু হওয়ায় তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি আমরা দেশের অবকাঠামো উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখতে পারব।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঘোড়াশালে এলিট স্টিলের নতুন কারখানা

আপডেট সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

অর্থনৈতিক প্রতিবেদক : নরসিংদীর ঘোড়াশালে এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন কারখানা চালু হয়েছে। বৃহস্পতিবার এ কারখানা উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন এ ইউনিট চালুর ফলে প্রতি মাসে ১০ হাজার টন বিলেট এবং ৫ হাজার টন রড উৎপাদনের ক্ষমতা বাড়বে এলিট স্টিলের। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮২ সালে এলিট স্টিল ইন্ডাকশন ফার্নেস প্রযুক্তির প্রথম কারখানা স্থাপন করে। দেশের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাড়তে থাকায় ভালো মানের স্টিলের চাহিদাও বাড়ছে। এ কারণে দ্বিতীয় ইউনিট চালু করেছে এলিট স্টিলস। এতে বলা হয়, এ কারখানায় প্রতিটি ২৫ টন ক্ষমতার দুটি অত্যাধুনিক ফার্নেস স্থাপন করা হয়েছে। আধুনিক সিসিএম (কন্টিনিউয়াস কাস্টিং মেশিন) থাকায় উৎপাদন চাহিদা অনুযায়ী আরও বাড়ানো যাবে। কারখানাটিতে বায়ু দূষণ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত পানি শোধনের পর আবার তা ব্যবহার করা যাবে। এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজের পরিচালক সায়ান সেরাজ বলেন, “ক্রেতারা উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে আসছিলেন। নতুন ইউনিট চালু হওয়ায় তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি আমরা দেশের অবকাঠামো উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখতে পারব।”