আব্দুস সালাম রানা,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রাতের বেলায় দুটি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টাকালে এক কসাইকে আটক করেছে স্থানীয় জনতা।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের উত্তর বেলতলি গ্রামের খন্দকার বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম রুবেল মিয়া। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের রাকিব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে একটি পরিত্যক্ত জমির বাউন্ডারির ভেতরে দুটি ঘোড়া জবাই করতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় ৪/৫ জন ওই কসাইকে জিজ্ঞাসাবাদ করলে কৌশলে তিনি পালিয়ে যান। তবে রুবেল মিয়াকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা।
শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সানা/ওআ/আপ্র/২১/১১/২০২৫





















