ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

‘ঘুষ নেওয়ার’ ভিডিও ভাইরাল, সিলেটে ২ পুলিশ সদস্য প্রত্যাহার

  • আপডেট সময় : ০৯:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সিলেট সংবাদদাতা: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঘুষ গ্রহণের’ ভিডিও ভাইরাল হওয়ার পর সিলেটের বিয়ানীবাজার থানায় কর্মরত ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গত বুধবার (২৭ আগস্ট) রাতে তাদের প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান। প্রত্যাহার হওয়া দুইজন হলেন- সার্জেন্ট দেবাশিষ ও এটিএসআই সাঈদ।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনির ভেতরে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সাদা শার্ট পরা এক পরিবহন চালক এটিএসআই সাঈদের হাতে থাকা খাতার মধ্যে এক হাজার টাকার দুটি নোট ঢুকিয়ে দিচ্ছেন। টাকা লেনদেনের পর ভিডিওতে দেখা যায়, সার্জেন্ট দেবাশিষকে টাকার বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন সাঈদ। ওসি আশরাফুজ্জামান বলেন, ফেসবুকে ভিডিওটি দেখেছি। দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

‘ঘুষ নেওয়ার’ ভিডিও ভাইরাল, সিলেটে ২ পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় : ০৯:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

সিলেট সংবাদদাতা: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঘুষ গ্রহণের’ ভিডিও ভাইরাল হওয়ার পর সিলেটের বিয়ানীবাজার থানায় কর্মরত ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গত বুধবার (২৭ আগস্ট) রাতে তাদের প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান। প্রত্যাহার হওয়া দুইজন হলেন- সার্জেন্ট দেবাশিষ ও এটিএসআই সাঈদ।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনির ভেতরে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সাদা শার্ট পরা এক পরিবহন চালক এটিএসআই সাঈদের হাতে থাকা খাতার মধ্যে এক হাজার টাকার দুটি নোট ঢুকিয়ে দিচ্ছেন। টাকা লেনদেনের পর ভিডিওতে দেখা যায়, সার্জেন্ট দেবাশিষকে টাকার বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন সাঈদ। ওসি আশরাফুজ্জামান বলেন, ফেসবুকে ভিডিওটি দেখেছি। দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।