নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যারা ছিলেন, তারা বলেছেন— বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। অর্থনীতির সুচক যেগুলো আছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে— ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে প্রেস সচিব সভার বিষয়বস্তু তুলে ধরেন।
অর্থ উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানিয়েছেন, ম্যাক্রো-ইকোনমি স্থিতিশীলতা বাংলাদেশে ফিরে এসেছে। তার মানে আমরা বলতে পারি, ম্যাক্রো-ইকোনমিকালি আমরা একটি স্থিতিশীল জায়গায় এসেছি। আমাদের রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার, সেটা এখন সাড়ে ৩ মাসের আমদানি খরচ পূরণ করতে পারে। রিজার্ভের অবস্থা সামনে আরও ভালো হবে।
প্রেস সচিব বলেন, ‘গত পাঁচ মাসে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের মতো। আমদানির প্রবৃদ্ধিও হয়েছে। নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। মূল্যস্ফীতি এক সময় ১২ শতাংশ পর্যন্ত উঠে গিয়েছিল, পয়েন্ট টু পয়েন্ট হিসাবে সেটি আবার ৯ শতাংশে এসেছে। সুদের হার উচ্চ করা হয়েছিল, বিশ্বে এটাই স্বীকৃতি পদ্ধতি যে, সুদের হারকে উচ্চ করে মূল্যস্ফীতি কমানো। আমরা দেখেছি যে, এটি কাজ করছে, কাজ করার কারণে মূল্যস্ফীতি কমে এসেছে। আমাদের দৃঢ় বিশ্বাস— জুলাইয়ের মধ্যে এটা সাড়ে ৭ শতাংশের মধ্যে আসবে। আর খাদ্য পরিস্থিতির সরবরাহের বিষয়ে বলতে পারি, রোজার মাসে কোনো ধরনের মূল্যস্ফীতির চাপ— আমরা আশা করছি হবে না।’
আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে কমান্ড সেন্টারের যাত্রা শুরু: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে যাত্রা শুরু করেছে কমান্ড সেন্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এ কমান্ড সেন্টারটি পরিচালিত হবে। সেন্টারটির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী-পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আরমডফোর্স ব্যাটালিয়নের সদস্যরা যুক্ত থাকবেন।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীসহ দেশের কোথাও আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হলে কমান্ড সেন্টার থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বৈঠকে বিভিন্ন বাহিনীর কার্যক্রমে (কোন বাহিনী কি কাজ করছে) সুষ্ঠুভাবে সমন্বয় সাধনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেন। তার নির্দেশনায় রোববার সন্ধ্যা থেকে যাত্রা শুরু করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবেন।