ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

  • আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: গত সপ্তাহে টানা দরপতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৪ মে) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৯০টি কোম্পানির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। এদিন ডিএসইতে মোট ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪১৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ০.০৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮০৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে ৮৯৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮১.৯৬ পয়েন্ট কমে ১১ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২০টি কোম্পানির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ২৩টির। সিএসইতে ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

অর্থনৈতিক প্রতিবেদক: গত সপ্তাহে টানা দরপতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৪ মে) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৯০টি কোম্পানির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। এদিন ডিএসইতে মোট ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪১৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ০.০৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮০৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে ৮৯৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮১.৯৬ পয়েন্ট কমে ১১ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২০টি কোম্পানির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ২৩টির। সিএসইতে ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।