নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঘুমন্ত অবস্থায় মারা যান বলে তার রুমমেট জানিয়েছেন। অমিত সরকার (২৫) নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হল থেকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেন। “মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।” অমিত যশোরের কোতোয়ালি উপজেলার বালিয়া ঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে। তিনি জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকতেন।
অমিতের রুমমেট সজিব মিত্র হাসপাতালে সাংবাদিকদের জানান, অমিত ও সে জগন্নাথ হলের একই কক্ষে থাকতেন। সোমবার রাত দেড়টা পর্যন্ত অমিত মোবাইল ফোন চালাচ্ছিলেন। এরপর ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাকে ঘুমাতে দেখা যায়। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় অন্যান্য রুমমেটদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানতে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
ঘুম থেকে চিরঘুমে অমিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ