ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

‘ঘুমিয়ে’ মুঠোফোন টিপে ভাইরাল ভারতের মন্ত্রী

  • আপডেট সময় : ১১:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতের নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা অ্যালং তাঁর আরেকটি ছবি পোস্ট করেছেন। এটিও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, দৃশ্যত কোনো একটি অনুষ্ঠানে গিয়ে তিনি নিজের মুঠোফোনের স্ক্রিনের দিকে নিবিষ্ট মনে তাকিয়ে আছেন। তবে এ সময় অনেকটাই তাঁকে চোখ বুজে থাকতে দেখা যায়। এনডিটিভির খবর।
তেমজেন ইমনার পোস্ট করা এ ছবি ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। টুইটে মন্ত্রী অবশ্য দাবি করেছেন, তিনি ঘুমাচ্ছেন না।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা তেমজেন ইমনাকে সাদা শার্টের ওপর কালো রঙের কোটে আনুষ্ঠানিক পোশাকে দেখা যায়। টুইটারে মজার মজার পোস্ট করার জন্য তাঁর বিশেষ পরিচিতি আছে। আর যখনই পোস্ট করেন, তা নিয়ে ভক্তদের বিতর্ক শুরু হয়। ‘ঘুমাচ্ছি না ঠিক আছে, আমার পরবর্তী টুইটের খসড়া করছি!’—মন্ত্রী তেমজেনের এ টুইট সোমবার সকালে পোস্ট করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে সেটি ২ লাখ ৭০ হাজারের বেশিবার দেখা হয়। আর এতে ‘লাইক’ দিয়ে নিজেদের পছন্দের অভিব্যক্তি প্রকাশ করেছেন ১২ হাজারের বেশি মানুষ। মন্ত্রীর অনেক অনুসারী ও অন্যান্য টুইটার ব্যবহারকারী ওই পোস্ট দেখে তাঁদের হাসিতে ফেটে পড়ার কথা জানাতে আনন্দের কান্নাসংবলিত ইমোজি পোস্ট করেন। একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘চোখ বুজে আপনি যা লিখছেন, কেউ চোখ খুলে রেখেও আপনার মতো করে লিখতে পারবে না।’
আরেকজন টুইটার ব্যবহারকারী লেখেন, ‘উনি টুইট করে ঘুমিয়েছেন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘হাহাহা..ভালো লোক…যখন আমি আমার কক্ষে বই হাতে ঘুমিয়ে থাকি, আর মা–বাবা ধরে ফেলেন, তখন আমি বলি “ঘুমাচ্ছি না, ভাবছি আর চোখ বন্ধ করে ফর্মুলা মনে করছি”।’
তেমজেন ইমনার পোস্ট করা এ ছবি ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। টুইটে মন্ত্রী অবশ্য দাবি করেছেন, তিনি ঘুমাচ্ছেন না। পরবর্তী টুইটের খসড়া করছেন!
এর আগে গত শুক্রবার নাগাল্যান্ড বিজেপির সভাপতি তেমজেন একটি পোস্ট শেয়ার করেন, যেখানে এ রাজ্যে পর্যটনশিল্পের বিকাশে সরকারের নেওয়া কৌশলের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে তিনি একটা অ্যানিমেশন ফাইল জুড়ে দেন। তাতে দেখানো হয়েছে, মন্ত্রী তেমজেন ‘সুপারহিরোর’ পোশাকে আকাশে ভেসে বেড়াচ্ছেন ও এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন। হিন্দিতে পোস্ট করা টুইটের অর্থ দাঁড়ায়, ‘সুপারম্যান, স্পাইডার–ম্যানের পর এখন টি–ম্যান দেখা যাচ্ছে। এখানে টি অর্থ, তেমজেন/ট্যুরিজম। নাগাল্যান্ড ভ্রমণ করতে চান? কে আমার সঙ্গে উড়তে চান?’
এর কয়েক দিন আগে তেমজেন ইমনা মার্শাল আর্টের চর্চায় ব্যস্ত কিছু শিশু পরিবেষ্টিত অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে মন্ত্রী নিজেকে ‘সুমো কুস্তিগির’ হিসেবে আখ্যা দেন। আর টুইটে ওই শিশুদের ‘কারাতে কিডস’ হিসেবে উল্লেখ করেন তিনি। আবার শুক্রবার বিশ্ব ঘুম দিবসে নাগাল্যান্ডের এই মন্ত্রী একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, দৃশ্যত একটি মিলনায়তনে চেয়ারে বসে তিনি ও আরও কয়েকজন ঝিমুচ্ছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে’ মুঠোফোন টিপে ভাইরাল ভারতের মন্ত্রী

আপডেট সময় : ১১:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

প্রত্যাশা ডেস্ক : ভারতের নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা অ্যালং তাঁর আরেকটি ছবি পোস্ট করেছেন। এটিও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, দৃশ্যত কোনো একটি অনুষ্ঠানে গিয়ে তিনি নিজের মুঠোফোনের স্ক্রিনের দিকে নিবিষ্ট মনে তাকিয়ে আছেন। তবে এ সময় অনেকটাই তাঁকে চোখ বুজে থাকতে দেখা যায়। এনডিটিভির খবর।
তেমজেন ইমনার পোস্ট করা এ ছবি ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। টুইটে মন্ত্রী অবশ্য দাবি করেছেন, তিনি ঘুমাচ্ছেন না।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা তেমজেন ইমনাকে সাদা শার্টের ওপর কালো রঙের কোটে আনুষ্ঠানিক পোশাকে দেখা যায়। টুইটারে মজার মজার পোস্ট করার জন্য তাঁর বিশেষ পরিচিতি আছে। আর যখনই পোস্ট করেন, তা নিয়ে ভক্তদের বিতর্ক শুরু হয়। ‘ঘুমাচ্ছি না ঠিক আছে, আমার পরবর্তী টুইটের খসড়া করছি!’—মন্ত্রী তেমজেনের এ টুইট সোমবার সকালে পোস্ট করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে সেটি ২ লাখ ৭০ হাজারের বেশিবার দেখা হয়। আর এতে ‘লাইক’ দিয়ে নিজেদের পছন্দের অভিব্যক্তি প্রকাশ করেছেন ১২ হাজারের বেশি মানুষ। মন্ত্রীর অনেক অনুসারী ও অন্যান্য টুইটার ব্যবহারকারী ওই পোস্ট দেখে তাঁদের হাসিতে ফেটে পড়ার কথা জানাতে আনন্দের কান্নাসংবলিত ইমোজি পোস্ট করেন। একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘চোখ বুজে আপনি যা লিখছেন, কেউ চোখ খুলে রেখেও আপনার মতো করে লিখতে পারবে না।’
আরেকজন টুইটার ব্যবহারকারী লেখেন, ‘উনি টুইট করে ঘুমিয়েছেন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘হাহাহা..ভালো লোক…যখন আমি আমার কক্ষে বই হাতে ঘুমিয়ে থাকি, আর মা–বাবা ধরে ফেলেন, তখন আমি বলি “ঘুমাচ্ছি না, ভাবছি আর চোখ বন্ধ করে ফর্মুলা মনে করছি”।’
তেমজেন ইমনার পোস্ট করা এ ছবি ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। টুইটে মন্ত্রী অবশ্য দাবি করেছেন, তিনি ঘুমাচ্ছেন না। পরবর্তী টুইটের খসড়া করছেন!
এর আগে গত শুক্রবার নাগাল্যান্ড বিজেপির সভাপতি তেমজেন একটি পোস্ট শেয়ার করেন, যেখানে এ রাজ্যে পর্যটনশিল্পের বিকাশে সরকারের নেওয়া কৌশলের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে তিনি একটা অ্যানিমেশন ফাইল জুড়ে দেন। তাতে দেখানো হয়েছে, মন্ত্রী তেমজেন ‘সুপারহিরোর’ পোশাকে আকাশে ভেসে বেড়াচ্ছেন ও এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন। হিন্দিতে পোস্ট করা টুইটের অর্থ দাঁড়ায়, ‘সুপারম্যান, স্পাইডার–ম্যানের পর এখন টি–ম্যান দেখা যাচ্ছে। এখানে টি অর্থ, তেমজেন/ট্যুরিজম। নাগাল্যান্ড ভ্রমণ করতে চান? কে আমার সঙ্গে উড়তে চান?’
এর কয়েক দিন আগে তেমজেন ইমনা মার্শাল আর্টের চর্চায় ব্যস্ত কিছু শিশু পরিবেষ্টিত অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে মন্ত্রী নিজেকে ‘সুমো কুস্তিগির’ হিসেবে আখ্যা দেন। আর টুইটে ওই শিশুদের ‘কারাতে কিডস’ হিসেবে উল্লেখ করেন তিনি। আবার শুক্রবার বিশ্ব ঘুম দিবসে নাগাল্যান্ডের এই মন্ত্রী একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, দৃশ্যত একটি মিলনায়তনে চেয়ারে বসে তিনি ও আরও কয়েকজন ঝিমুচ্ছেন।