আরিফুল ইসলাম : মানিকগঞ্জে ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীর তান্ডবে অসহায় হয়ে পড়েছে কুস্তা গ্রামের বসতিরা। ধলেশ্বরী নদীতে প্রবল স্রোতের কারনে ইতিপূর্বে ঘিওর গরুর হাটসহ কুস্তা গ্রামের কয়েকটি বাড়ি-ঘর নদী গর্ভে চলে যায়। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে কাজ করলেও থামছে না পানির স্রোতের তান্ডব, ভাংছে নদীর পাড়ের বসত বাড়ি। আবার নতুন করে হুমকির মুখে পড়েছে কুস্তা গ্রামসহ সরকারি ব্রীজ। এ নিয়ে এলাকাবাসী ভাঙ্গন রোধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে জানা যায়, কুস্তা গ্রামের মধ্য দিয়ে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। প্রতি বছর নদী ভাঙ্গনে আমাদের বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ঘিওর গরুর হাট হইতে পশ্চিম দিকে ২০০ গজ পর্যন্ত সমস্ত বাড়িঘর ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে অনেক পরিবার। অবশিষ্ট বাড়িঘর গুলো খুবই ঝুকিপুর্ণ অবস্থায় আছে। নদীতে প্রবল স্রোতের কারনে ঝুঁকিতে বসবাস করতে হয় তাদের। লিখিত আবেদনে তারা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙ্গন রোধে কোন সু-ব্যবস্থা করা না হলে অল্প সময়ের মধ্যে বাকি বাড়িঘর গুলো নদীতে বিলীন হবার আশংকা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কুস্তা এলাকাবাসীর আবেদন পেয়েছি এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন ফরওয়ার্র্ডিং করে পানি উন্নোয়ন বোর্ডে পাঠানো হয়েছে।