ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ঘানা-তিউনিসিয়ার সঙ্গে লড়াইয়ে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি

  • আপডেট সময় : ১১:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের দুটি দলের সঙ্গে খেলে আগামী বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করবে ব্রাজিল। আগামী মাসে এই দুটি ম্যাচে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ঘানা ও তিউনিসিয়া। ব্রাজিলের ফুটবল ফেডারেশন শুক্রবার জানায়, আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। কোনো ম্যাচেরই ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে আফ্রিকার দুই দলের সঙ্গে দুটি ম্যাচই হবে ইউরোপের মাঠে। বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায় ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। পাশপাশি দলে নড়বড়ে থাকা ফুটবলারদের জন্যও সুযোগ, এখানে পারফর্ম করে বিশ্বকাপের ২৬ জনের দলে থাকার দাব জানানোর। এই দুই ম্যাচের জন্য আগামী ৯ সেপ্টেম্বর দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ তিতে। গত মাসে কোচ বলেছিলেন, নেইমারের মতো অভিজ্ঞ পারফরমারদের নির্ভরতার পাশাপাশি তরুণদের উত্থানে তিনি দল নিয়ে রোমাঞ্চিত। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু এবারের বিশ্বকাপ। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিল টুর্নামেন্টের ফেবারিট দলগুলির একটি। বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘জি’ গ্রুপে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে। ‘এইচ’ গ্রুপে ঘানার সঙ্গী দক্ষিণ কোরিয়া, পর্তুগাল ও উরুগুয়ে। আফ্রিকার আরেক দলল তিউনিসিয়া খেলবে গ্রুপ ‘ডি’-তে, যেখানে তাদের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়

ঘানা-তিউনিসিয়ার সঙ্গে লড়াইয়ে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি

আপডেট সময় : ১১:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের দুটি দলের সঙ্গে খেলে আগামী বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করবে ব্রাজিল। আগামী মাসে এই দুটি ম্যাচে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ঘানা ও তিউনিসিয়া। ব্রাজিলের ফুটবল ফেডারেশন শুক্রবার জানায়, আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। কোনো ম্যাচেরই ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে আফ্রিকার দুই দলের সঙ্গে দুটি ম্যাচই হবে ইউরোপের মাঠে। বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায় ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। পাশপাশি দলে নড়বড়ে থাকা ফুটবলারদের জন্যও সুযোগ, এখানে পারফর্ম করে বিশ্বকাপের ২৬ জনের দলে থাকার দাব জানানোর। এই দুই ম্যাচের জন্য আগামী ৯ সেপ্টেম্বর দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ তিতে। গত মাসে কোচ বলেছিলেন, নেইমারের মতো অভিজ্ঞ পারফরমারদের নির্ভরতার পাশাপাশি তরুণদের উত্থানে তিনি দল নিয়ে রোমাঞ্চিত। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু এবারের বিশ্বকাপ। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিল টুর্নামেন্টের ফেবারিট দলগুলির একটি। বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘জি’ গ্রুপে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে। ‘এইচ’ গ্রুপে ঘানার সঙ্গী দক্ষিণ কোরিয়া, পর্তুগাল ও উরুগুয়ে। আফ্রিকার আরেক দলল তিউনিসিয়া খেলবে গ্রুপ ‘ডি’-তে, যেখানে তাদের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।