ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ঘাট পানির নিচে, দুর্ভোগ চরমে

  • আপডেট সময় : ১২:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সংবাদদাতা : পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে পাটুরিয়ায় ১ নম্বর ঘাটটি সচল করা হয়নি। ফলে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও যানবাহন চালকরা। পাটুরিয়া ঘাটের ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে উথুলি সংযোগ মোড়, পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকামুখী দুই লেনে ও ট্রাক টার্মিনালে মোট ৯ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ঘাট সংকটের কারণে যানবাহনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার রাতে পাটুরিয়ার ৫টি ঘাটের ৪টি ঘাটই ডুবে যায়। শুক্রবার ৪ ও ৫ নম্বর ঘাট সচল করতে পারলেও ১ নম্বর ঘাট পানির নিচে রয়েছে। সকাল থেকে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, হঠাৎ নদীতে পানি বেড়ে যাওয়ায় আমাদের পাটুরিয়ার তিনটি ঘাট ডুবে যায়। শুক্রবার ২টি ঘাট সচল করে দৌলতদিয়ার ঘাট গুলো সচল করা হচ্ছে। দৌলতদিয়ায় সবগুলো সচল হয়ে গেলে পাটুরিয়ার ১ নম্বর ঘাটটিকে সচল করা হবে। বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও প্রাইভেটকার পার করা হচ্ছে তাই ঘাট এলাকায় ট্রাকের সংখ্যা বাড়ছে। শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, ঘাট এলাকায় যানবাহনের চাপ কমাতে পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী ৭ কিলোমিটার আগে উথুলী সংযোগ মোড়ে দুই শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ আসলে আমরা সিরিয়ালের ভিত্তিতে তা ছেড়ে দেব।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘাট পানির নিচে, দুর্ভোগ চরমে

আপডেট সময় : ১২:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

মানিকগঞ্জ সংবাদদাতা : পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে পাটুরিয়ায় ১ নম্বর ঘাটটি সচল করা হয়নি। ফলে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও যানবাহন চালকরা। পাটুরিয়া ঘাটের ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে উথুলি সংযোগ মোড়, পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকামুখী দুই লেনে ও ট্রাক টার্মিনালে মোট ৯ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ঘাট সংকটের কারণে যানবাহনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার রাতে পাটুরিয়ার ৫টি ঘাটের ৪টি ঘাটই ডুবে যায়। শুক্রবার ৪ ও ৫ নম্বর ঘাট সচল করতে পারলেও ১ নম্বর ঘাট পানির নিচে রয়েছে। সকাল থেকে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, হঠাৎ নদীতে পানি বেড়ে যাওয়ায় আমাদের পাটুরিয়ার তিনটি ঘাট ডুবে যায়। শুক্রবার ২টি ঘাট সচল করে দৌলতদিয়ার ঘাট গুলো সচল করা হচ্ছে। দৌলতদিয়ায় সবগুলো সচল হয়ে গেলে পাটুরিয়ার ১ নম্বর ঘাটটিকে সচল করা হবে। বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও প্রাইভেটকার পার করা হচ্ছে তাই ঘাট এলাকায় ট্রাকের সংখ্যা বাড়ছে। শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, ঘাট এলাকায় যানবাহনের চাপ কমাতে পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী ৭ কিলোমিটার আগে উথুলী সংযোগ মোড়ে দুই শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ আসলে আমরা সিরিয়ালের ভিত্তিতে তা ছেড়ে দেব।