প্রত্যাশা ডেস্ক: দীপাবলির সময় ঘর পরিষ্কার করার কারণে রাগে এক কিশোরী বাড়ির মোবাইল টাওয়ারে উঠে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার দীহ গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, দীপাবলির প্রস্তুতির অংশ হিসেবে কিশোরীর মা তাকে ঘর পরিষ্কার করার নির্দেশ দেন। কিন্তু বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকলেও শুধু তাকে কাজ করার নির্দেশ দেওয়ায় কিশোরী রেগে যায়। বিক্ষুব্ধ কিশোরী সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গ্রামের কাছে থাকা মোবাইল টাওয়ারে উঠে পড়ে।
গ্রামবাসীরা বিপজ্জনক অবস্থায় কিশোরীকে দেখে সঙ্গে সঙ্গে তার পরিবারকে ও পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর সঙ্গে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করে। পরে নিরাপদভাবে টাওয়ার থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
সামাজিকমাধ্যমে মহম্মদ জিশান আওয়ান নামে এক ব্যবহারকারী (X/সাবেক টুইটার) এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে কিশোরীকে ক্রমশ টাওয়ারে উঠে যেতে দেখা যায়। যদিও ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি।
পুলিশ জানিয়েছে, কিশোরীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। পুলিশ এবং পরিবারও শিশুদের মনস্তাত্ত্বিক সুস্থতার দিকে বিশেষ নজর দিচ্ছেন।
সূত্র : আনন্দবাজার
ওআ/আপ্র/২০/১০/২০২৫