লাইফস্টাইল ডেস্ক : সুন্দর উজ্জ্বল ত্বক পেতে হেঁশেলেই রয়েছে সমাধান। কাজের ফাঁকে সামান্য কসরত করে ত্বকের কাঙ্ক্ষিত উজ্জ্বলতা পাওয়া সম্ভব। রেড বিউটি স্যালনের কর্ণধার আফরোজা পারভীন ঘরোয়া উপায়ে উজ্জ্বল ত্বক পাওয়া সম্পর্কে বলেন, “প্রাকৃতিক উপকরণের সাহায্যে ত্বকের পরিচর্যা করে কোনো ধরনের ক্ষতি ছাড়াই ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে সহায়তা করে।”
ত্বক প্রাকৃতিকভাবে ব্লিচিং করতে টমেটো খুব ভালো কাজ করে। একটা টমেটো টুকরা করে কেটে সারা মুখে মেখে কয়েক মিনিট অপেক্ষা করে আবার ব্যবহার করতে হবে। একই পদ্ধতি দুতিনবার অনুসরণ করতে হবে। এরপর ঠা-া পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। টমেটোতে অ্যালার্জি থাকলে তা ব্যবহার না করাই ভালো বলে পরামর্শ দেন এই রূপবিশেষজ্ঞ।
রেফ্রিজারেইটরে রাখা দুধ ত্বকে খুব ভালো কাজ করে। এর সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করে বিশ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে। চাইলে এতে সামান্য মধু মিশিয়ে মুখ, হাত, পা ও গলায় মালিশ করে দশ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হতে থাকবে। তবে, দুধ, হলুদ বা মধুতে অ্যালার্জি থাকলে এগুলো ব্যবহার না করাই ভালো। দুধে অ্যালার্জি থাকলে এর বদলে টক দই ব্যবহার করা যেতে পারে। টক দই ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বকে উজ্জ্বল আভা আনে। ঘরে বসে রান্না বা ঘরের কাজের পাশাপাশি এই সকল প্রাকৃতিক উপাদানের ব্যবহার ত্বককে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সতেজ ও সুন্দর করতে সহায়তা করে।
ঘরোয়া উপায়ে উজ্জ্বল ত্বক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ