নারী ও শিশু ডেস্ক: বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, ঘরে-বাইরে নারী ও কন্যার নিরাপত্তা হুমকির মুখে। দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যারা প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মতো নৃশংস সহিংসতার শিকার হচ্ছে। এ ধরনের ঘটনা উত্তরোত্তর বাড়ছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা সামগ্রিকভাবে তাদের স্বাভাবিক জীবনযাপন ও সামনে এগিয়ে যাওয়ার পথকে সংকুচিত করছে।
রাজধানীর দক্ষিণখান এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় মহিলা পরিষদের বিবৃতিতে এ কথাগুলো বলা হয়েছে। আজ সোমবার গণমাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তি নিশ্চিতের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনায় দেশের নারীদের অবস্থান ও নিরাপত্তার বিষয়টি অধিকতর গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।