ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু ২৫ নভেম্বর

  • আপডেট সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: রাজধানী ঢাকার মেট্রোরেলের যাত্রীরা ঘরে বসেই স্থায়ী কার্ড রিচার্জ করতে পারবেন। এই সুবিধা আগামী ২৫ নভেম্বর থেকে চালু হবে। নতুন এই সেবা ব্যবহারের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই টাকা রিচার্জ করতে পারবেন যাত্রীরা।

প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন সেবাটি উদ্বোধন করেন। শুরুর দিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে। পরে একটি অ্যাপের মাধ্যমে পাওয়া উপভোগ করা যাবে সেবাটি।

এ ব্যাপারে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানিয়েছেন, এ সেবাটি চালু হলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না। এতে সময় বাঁচবে এবং ভোগান্তিও কমবে।

জানা গেছে, অনলাইনে রিচার্জের পর কার্ডটি স্টেশনে থেকে অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) স্পর্শ করে হালনাগাদ করতে হবে। এতে একবার স্পর্শের পর কার্ডের টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শের প্রয়োজন নেই।

এদিকে বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহার হচ্ছে। একটি ডিএমটিসিএলের এমআরটি পাস এবং অন্যটি ডিটিসিএর র‌্যাপিড পাস। ঘরে বসে কার্ড রিচার্জের নতুন সেবায় উভয় কার্ডই রিচার্জ করা সম্ভব।

ডিটিসিএর তথ্য অনুযায়ী প্রতিটি স্টেশনের দুটি জায়গায় এভিএম মেশিন বসানো থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট মেশিন থাকবে ৩২টি।

মেট্রোরেলের যাত্রী সুবিধা সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে বিশাল প্রয়াস হিসেবে মনে করা হচ্ছে। বর্তমানে ৫৫ শতাংশ যাত্রী র‌্যাপিড বা এমআরটি কার্ড ব্যবহার করেন। আর অনলাইনে রিচার্জ প্রক্রিয়া চালু হলে এতে দৈনিক যাত্রীদের চলাচলের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু ২৫ নভেম্বর

আপডেট সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: রাজধানী ঢাকার মেট্রোরেলের যাত্রীরা ঘরে বসেই স্থায়ী কার্ড রিচার্জ করতে পারবেন। এই সুবিধা আগামী ২৫ নভেম্বর থেকে চালু হবে। নতুন এই সেবা ব্যবহারের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই টাকা রিচার্জ করতে পারবেন যাত্রীরা।

প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন সেবাটি উদ্বোধন করেন। শুরুর দিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে। পরে একটি অ্যাপের মাধ্যমে পাওয়া উপভোগ করা যাবে সেবাটি।

এ ব্যাপারে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানিয়েছেন, এ সেবাটি চালু হলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না। এতে সময় বাঁচবে এবং ভোগান্তিও কমবে।

জানা গেছে, অনলাইনে রিচার্জের পর কার্ডটি স্টেশনে থেকে অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) স্পর্শ করে হালনাগাদ করতে হবে। এতে একবার স্পর্শের পর কার্ডের টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শের প্রয়োজন নেই।

এদিকে বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহার হচ্ছে। একটি ডিএমটিসিএলের এমআরটি পাস এবং অন্যটি ডিটিসিএর র‌্যাপিড পাস। ঘরে বসে কার্ড রিচার্জের নতুন সেবায় উভয় কার্ডই রিচার্জ করা সম্ভব।

ডিটিসিএর তথ্য অনুযায়ী প্রতিটি স্টেশনের দুটি জায়গায় এভিএম মেশিন বসানো থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট মেশিন থাকবে ৩২টি।

মেট্রোরেলের যাত্রী সুবিধা সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে বিশাল প্রয়াস হিসেবে মনে করা হচ্ছে। বর্তমানে ৫৫ শতাংশ যাত্রী র‌্যাপিড বা এমআরটি কার্ড ব্যবহার করেন। আর অনলাইনে রিচার্জ প্রক্রিয়া চালু হলে এতে দৈনিক যাত্রীদের চলাচলের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ