ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ঘরে গোখরা

  • আপডেট সময় : ০১:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

বরগুনা সংবাদদাতা : বরগুনায় শোয়ার ঘরের মাটি খুঁড়ে ২৭টি ডিম, ২৬টি বাচ্চাসহ একটি বিষধর গোখরা উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পূর্বঢলুয়া গ্রামের কামাল হোসেনের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে শোয়ার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পান কামাল হোসেন। ওই গর্তের মুখে সাপের একটি খোলস পড়ে ছিল। দুপুরে স্থানীয় একজন ওঝা ডেকে এনে গর্ত খোঁড়া শুরু করেন। গর্ত থেকে একটি মা গোখরাসহ ২৬টি বাচ্চা ও ২৭টি ডিম উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা গোখরাসহ সাপের বাচ্চাগুলো মেরে ডিমগুলো ধ্বংস করেন। মালেক ওঝা বলেন, উদ্ধার হওয়া মা সাপটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঘরে গোখরা

আপডেট সময় : ০১:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১

বরগুনা সংবাদদাতা : বরগুনায় শোয়ার ঘরের মাটি খুঁড়ে ২৭টি ডিম, ২৬টি বাচ্চাসহ একটি বিষধর গোখরা উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পূর্বঢলুয়া গ্রামের কামাল হোসেনের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে শোয়ার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পান কামাল হোসেন। ওই গর্তের মুখে সাপের একটি খোলস পড়ে ছিল। দুপুরে স্থানীয় একজন ওঝা ডেকে এনে গর্ত খোঁড়া শুরু করেন। গর্ত থেকে একটি মা গোখরাসহ ২৬টি বাচ্চা ও ২৭টি ডিম উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা গোখরাসহ সাপের বাচ্চাগুলো মেরে ডিমগুলো ধ্বংস করেন। মালেক ওঝা বলেন, উদ্ধার হওয়া মা সাপটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা।