ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

ঘরে আমার একটা ‘ভাবি রূপ’ আছে: নুসরাত ফারিয়া

  • আপডেট সময় : ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঈদের ছবি নিয়ে দিন দশেক ধরেই শুরু হয়েছে আলোচনা। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো একের পর এক প্রকাশ করে যাচ্ছে প্রমোশনাল কন্টেন্ট! ঈদের সময় ঘনিয়ে আসায় প্রতি দিনই কোনো না কোনো সিনেমার টিজার, গান কিংবা অন্য কন্টেন্ট আসছেই! ঈদ সিনেমার প্রচারণার এই সময়ে পিছিয়ে নেই ‘জ্বীন ৩’।

এরইমধ্যে এই ছবির ‘কন্যা’ গানটি বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি সিনেমার শুটিং অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ‘জ্বীন ৩’-এর দুই প্রধান চরিত্র সজল ও নুসরাত ফারিয়া। সাংবাদিকদের সাথে ‘জ্বীন ৩’ নিয়ে আলাপকালে নিজের চরিত্র সম্পর্কেও কিছুটা আভাস দেন ফারিয়া। জানান, বাইরের দুনিয়ায় তিনি গ্ল্যামগার্ল হলেও ঘরে একেবারে বাঙালি কন্যা! শুধু তাই না, নিজের মধ্যে বাংলার ‘ভাবি’র বৈশিষ্ট্যও তার মধ্যে রয়েছে বলে জানান এই নায়িকা। নুসরাত ফারিয়া বলেন,“সবাই জানে ফারিয়া প্রমিত ভাষায় কথা বলে। কিন্তু বাসায় আমি পুরোপুরি কুমিল্লার ভাষায় কথা বলি। ‘খাইসতনি, যাইবিনি, কীরে কিতা করস’-অন্য সবার মতো আমরাও আঞ্চলিক ভাষাতেই কথা বলি। এটা অনেকেই বিশ্বাস করে না। আমার আম্মু, খালা কিংবা নানীরা সবাই একসাথে হলে তো একটা কেওয়াটিক পরিস্থিতি তৈরী হয়।”

ফারিয়া বলেন,“আমার বেড়ে উঠা একেবারে পারিবারিক পরিমণ্ডলে। যে সাইটটা মিডিয়ার মানুষজন জানে না। এবং আমি চাইও না সেটা দেখুক। আমার নিজের ঘরে আমার একটা ‘ভাবি রূপ’ আছে। যে একটা মেক্সি পরে সবাইকে বলে বেড়াচ্ছে ‘এই ডিমভাজি খাবি? এই আলু ভর্তা দিয়ে ভাত খাবি?’ এটা আমার আরেকটা ভার্সন। এটা শুধু ক্লোজ ফ্রেন্ডরা জানে। আমি খুবই এক্সাইটেড যে, ‘জ্বীন ৩’-তে আমার এই অংশটা দেখবে। ব্যক্তি ফারিয়া এবং পর্দার ফারিয়ার কোথায় যেন একটা সন্ধি হয়েছে এখানে, ‘জ্বীন ৩’-এর এই চরিত্রে। যা আগে কখনো হয়নি।” এদিকে ‘জ্বীন ৩’-এর পোস্টারে নুসরাত ফারিয়ার যে লুক প্রকাশিত হয়েছে, সেটাও দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরী করেছে। পোস্টার দেখে কৌতূহলে দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে! প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। পরিচালক বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া। ‘জ্বীন ৩’-এর ওটিটি পার্টনার হিসেবে আছে আইস্ক্রিন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঘরে আমার একটা ‘ভাবি রূপ’ আছে: নুসরাত ফারিয়া

আপডেট সময় : ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: ঈদের ছবি নিয়ে দিন দশেক ধরেই শুরু হয়েছে আলোচনা। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো একের পর এক প্রকাশ করে যাচ্ছে প্রমোশনাল কন্টেন্ট! ঈদের সময় ঘনিয়ে আসায় প্রতি দিনই কোনো না কোনো সিনেমার টিজার, গান কিংবা অন্য কন্টেন্ট আসছেই! ঈদ সিনেমার প্রচারণার এই সময়ে পিছিয়ে নেই ‘জ্বীন ৩’।

এরইমধ্যে এই ছবির ‘কন্যা’ গানটি বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি সিনেমার শুটিং অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ‘জ্বীন ৩’-এর দুই প্রধান চরিত্র সজল ও নুসরাত ফারিয়া। সাংবাদিকদের সাথে ‘জ্বীন ৩’ নিয়ে আলাপকালে নিজের চরিত্র সম্পর্কেও কিছুটা আভাস দেন ফারিয়া। জানান, বাইরের দুনিয়ায় তিনি গ্ল্যামগার্ল হলেও ঘরে একেবারে বাঙালি কন্যা! শুধু তাই না, নিজের মধ্যে বাংলার ‘ভাবি’র বৈশিষ্ট্যও তার মধ্যে রয়েছে বলে জানান এই নায়িকা। নুসরাত ফারিয়া বলেন,“সবাই জানে ফারিয়া প্রমিত ভাষায় কথা বলে। কিন্তু বাসায় আমি পুরোপুরি কুমিল্লার ভাষায় কথা বলি। ‘খাইসতনি, যাইবিনি, কীরে কিতা করস’-অন্য সবার মতো আমরাও আঞ্চলিক ভাষাতেই কথা বলি। এটা অনেকেই বিশ্বাস করে না। আমার আম্মু, খালা কিংবা নানীরা সবাই একসাথে হলে তো একটা কেওয়াটিক পরিস্থিতি তৈরী হয়।”

ফারিয়া বলেন,“আমার বেড়ে উঠা একেবারে পারিবারিক পরিমণ্ডলে। যে সাইটটা মিডিয়ার মানুষজন জানে না। এবং আমি চাইও না সেটা দেখুক। আমার নিজের ঘরে আমার একটা ‘ভাবি রূপ’ আছে। যে একটা মেক্সি পরে সবাইকে বলে বেড়াচ্ছে ‘এই ডিমভাজি খাবি? এই আলু ভর্তা দিয়ে ভাত খাবি?’ এটা আমার আরেকটা ভার্সন। এটা শুধু ক্লোজ ফ্রেন্ডরা জানে। আমি খুবই এক্সাইটেড যে, ‘জ্বীন ৩’-তে আমার এই অংশটা দেখবে। ব্যক্তি ফারিয়া এবং পর্দার ফারিয়ার কোথায় যেন একটা সন্ধি হয়েছে এখানে, ‘জ্বীন ৩’-এর এই চরিত্রে। যা আগে কখনো হয়নি।” এদিকে ‘জ্বীন ৩’-এর পোস্টারে নুসরাত ফারিয়ার যে লুক প্রকাশিত হয়েছে, সেটাও দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরী করেছে। পোস্টার দেখে কৌতূহলে দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে! প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। পরিচালক বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া। ‘জ্বীন ৩’-এর ওটিটি পার্টনার হিসেবে আছে আইস্ক্রিন।