ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির ড্র

  • আপডেট সময় : ১২:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ১৩৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : প্রথম লেগে গোল উৎসব করা ম্যানচেস্টার সিটি এবার জালের দেখাই পেল না। তাতে অবশ্য একটুও ভাবনায় পড়তে হয়নি তাদের। ঘরের মাঠে হতাশাজনক ড্রয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে স্পোর্তিং লিসবনের মাঠে ৫-০ গোলে জেতায় শেষ আটে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে সিটির আক্রমণে তেমন ধার ছিল না। ২৪তম মিনিটে প্রথম গোলের জন্য শট নিতে পারে তারা। বক্সের বাইরে থেকে ফিল ফোডেনের শট সহজেই ঠেকান গোলরক্ষক। ৩৮তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যান রাহিম স্টার্লিং। ফোডেনের থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে ইংলিশ মিডফিল্ডারের চিপ শট এগিয়ে এসে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক আন্তোনিও। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে চারটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াদ মাহরেজের পাসে কাছ থেকে বল জালে পাঠান গাব্রিয়েল জেসুস। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৭৪তম মিনিটে এদেরসনের বদলি নামেন সিটির তৃতীয় পছন্দের গোলরক্ষক স্কট কারসন। একটু পর দারুণ সেভে জাল অক্ষত রাখেন তিনি। পাওলিনিয়োর প্রচেষ্টা পা বাড়িয়ে ঠেকান ৩৬ বছর বয়সী এই ফুটবলার। বাকি সময়ে আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির ড্র

আপডেট সময় : ১২:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : প্রথম লেগে গোল উৎসব করা ম্যানচেস্টার সিটি এবার জালের দেখাই পেল না। তাতে অবশ্য একটুও ভাবনায় পড়তে হয়নি তাদের। ঘরের মাঠে হতাশাজনক ড্রয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে স্পোর্তিং লিসবনের মাঠে ৫-০ গোলে জেতায় শেষ আটে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে সিটির আক্রমণে তেমন ধার ছিল না। ২৪তম মিনিটে প্রথম গোলের জন্য শট নিতে পারে তারা। বক্সের বাইরে থেকে ফিল ফোডেনের শট সহজেই ঠেকান গোলরক্ষক। ৩৮তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যান রাহিম স্টার্লিং। ফোডেনের থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে ইংলিশ মিডফিল্ডারের চিপ শট এগিয়ে এসে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক আন্তোনিও। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে চারটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াদ মাহরেজের পাসে কাছ থেকে বল জালে পাঠান গাব্রিয়েল জেসুস। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৭৪তম মিনিটে এদেরসনের বদলি নামেন সিটির তৃতীয় পছন্দের গোলরক্ষক স্কট কারসন। একটু পর দারুণ সেভে জাল অক্ষত রাখেন তিনি। পাওলিনিয়োর প্রচেষ্টা পা বাড়িয়ে ঠেকান ৩৬ বছর বয়সী এই ফুটবলার। বাকি সময়ে আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউ।