ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ঘরের মাঠে ম্যাচ বলেই আত্মবিশ্বাসী বাংলাদেশ

  • আপডেট সময় : ০২:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : প্রায় নয় মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘরের মাঠে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সাবিনা-কৃষ্ণারা। দীর্ঘ দিন ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললেও আত্মবিশ্বাসী মেয়েরা। নিজেদের মাঠে খেলা বলেই এমন আত্মবিশ্বাস পাচ্ছে বলছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী ২৩ ও ২৬ জুন সিলেট জেলা স্টেডিয়ামে র‌্যাংকিংয়ের ৮৮তম স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪৫তম। এর আগে একবারই মালয়েশিয়া নারী দলের সঙ্গে খেলেছে বাংলার মেয়েরা। ২০১৭ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল। এছাড়া নিজেদের সর্বশেষ চার ম্যাচেই জয় নেই বাংলাদেশের। মালয়েশিয়াকে হারিয়েই জয়ে ফিরতে চায় সাবিনারা।
আন্তর্জাতিক পর্যায়ে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে খেলেছিল বাংলাদেশ। এরপর শুধু অনুশীলন ও জিম সেশনেই সময় পার করেছে মেয়েরা। যদিও গত নভেম্বরে জাতীয় দলে খেলা অধিকাংশ মেয়েই অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাফের আসরে খেলেছে। তবে প্রশ্ন উঠেছিল সারা বছর টার্ফের মাঠে অনুশীলন করে ঘাসের মাঠে কতটা মানিয়ে নিতে পারবে! তাই আজ থেকে ঘাসের মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথমদিনের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে দুই ঘণ্টা ঘাম ঝরিয়েছে সানজিদারা। এরপর ১৯ জুন সিলেটে গিয়ে ম্যাচের আগে তিন দিন ঘাসের মাঠে প্রস্তুতি সারবে ছোটনের দল। নিজেদের মাঠে বরাবরই ভালো ম্যাচ উপহার দিয়েছে মেয়েরা। ঢাকায় হওয়া সর্বশেষ অনূর্ধ্ব-১৯ নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়া র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও ঘরের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। নিজেদের প্রস্তুতি নিয়ে গোলাম রব্বানী ছোটন কালের কন্ঠকে বলেন, ‘গত বছরের অক্টোবর থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। দলের সবাই খেলার জন্য ফিট আছে। মেয়েদের ফিটনেস অনেক ভাল। নিয়মিত অনুশীলন, জিম সেশন চলছে। আজ থেকে ঘাসের মাঠে অনুশীলন শুরু করলাম। ওরা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও ফিটনেসে আমরা এগিয়ে। নিজেদের মাঠে আমরা সবসময় ভাল খেলি, সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা এই দুই ম্যাচ জয়ের লক্ষ্যে খেলব।’ আগামী ১৯ জুন বিকেলে সিলেট যাবে বাংলাদেশ দল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঘরের মাঠে ম্যাচ বলেই আত্মবিশ্বাসী বাংলাদেশ

আপডেট সময় : ০২:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

ক্রীড়া প্রতিবেদক : প্রায় নয় মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘরের মাঠে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সাবিনা-কৃষ্ণারা। দীর্ঘ দিন ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললেও আত্মবিশ্বাসী মেয়েরা। নিজেদের মাঠে খেলা বলেই এমন আত্মবিশ্বাস পাচ্ছে বলছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী ২৩ ও ২৬ জুন সিলেট জেলা স্টেডিয়ামে র‌্যাংকিংয়ের ৮৮তম স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪৫তম। এর আগে একবারই মালয়েশিয়া নারী দলের সঙ্গে খেলেছে বাংলার মেয়েরা। ২০১৭ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল। এছাড়া নিজেদের সর্বশেষ চার ম্যাচেই জয় নেই বাংলাদেশের। মালয়েশিয়াকে হারিয়েই জয়ে ফিরতে চায় সাবিনারা।
আন্তর্জাতিক পর্যায়ে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে খেলেছিল বাংলাদেশ। এরপর শুধু অনুশীলন ও জিম সেশনেই সময় পার করেছে মেয়েরা। যদিও গত নভেম্বরে জাতীয় দলে খেলা অধিকাংশ মেয়েই অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাফের আসরে খেলেছে। তবে প্রশ্ন উঠেছিল সারা বছর টার্ফের মাঠে অনুশীলন করে ঘাসের মাঠে কতটা মানিয়ে নিতে পারবে! তাই আজ থেকে ঘাসের মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথমদিনের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে দুই ঘণ্টা ঘাম ঝরিয়েছে সানজিদারা। এরপর ১৯ জুন সিলেটে গিয়ে ম্যাচের আগে তিন দিন ঘাসের মাঠে প্রস্তুতি সারবে ছোটনের দল। নিজেদের মাঠে বরাবরই ভালো ম্যাচ উপহার দিয়েছে মেয়েরা। ঢাকায় হওয়া সর্বশেষ অনূর্ধ্ব-১৯ নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়া র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও ঘরের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। নিজেদের প্রস্তুতি নিয়ে গোলাম রব্বানী ছোটন কালের কন্ঠকে বলেন, ‘গত বছরের অক্টোবর থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। দলের সবাই খেলার জন্য ফিট আছে। মেয়েদের ফিটনেস অনেক ভাল। নিয়মিত অনুশীলন, জিম সেশন চলছে। আজ থেকে ঘাসের মাঠে অনুশীলন শুরু করলাম। ওরা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও ফিটনেসে আমরা এগিয়ে। নিজেদের মাঠে আমরা সবসময় ভাল খেলি, সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা এই দুই ম্যাচ জয়ের লক্ষ্যে খেলব।’ আগামী ১৯ জুন বিকেলে সিলেট যাবে বাংলাদেশ দল।