প্রযুক্তি ডেস্ক: ঘর-বাড়ির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে এমন এআইচালিত রোবট বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।
‘ব্যালি’ নামের তিন চাকার এ বটটিতে একটি প্রজেক্টর, স্পিকার ও মাইক্রোফোন রয়েছে। পাশাপাশি বটটির তাপ ও আলোর মতো স্মার্ট বিভিন্ন হোম ফিচার নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
২০২০ সালে প্রথমবারের মতো এই রোবটির ঝলক দেখায় স্যামসাং। এখন ফুটবল আকারের এ রোবটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে এতে বেশ কিছু আপগ্রেড এনেছে কোম্পানিটি, যার মধ্যে রয়েছে গুগলের জেমিনাই এআই অন্তর্ভূক্ত করা।