ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ঘনকুয়াশায় শীতের আগমনী বার্তা

  • আপডেট সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

নওগাঁ সংবাদদাতা : ঘন কুয়াশা নিয়ে এসেছে উত্তরের জেলা নওগাঁয় শীতের আগমনী বার্তা। গতকাল সোমবার সকালটা ছিল নওগাঁর জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত দেখা মিলেছে কুয়াশার। কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো জেলা। শহর থেকে গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা দেখা যায়। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিক কুয়াশার কারণে এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিকরা। কুয়াশার কারণে সকাল বেলা সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন, দিনে গরম আর শেষ রাতে অনুভূত হচ্ছে হালকা শীত। শেষ রাতে কাঁথা বা পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে আরও কিছুদিন দেরি আছে। সদর উপজেলার বরুনকান্দি এলাকার আব্দুল আওয়াল বলেন, ‘হঠাৎ করেই সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে। সকালের ঘন কুয়াশা বলে দেয় শীত আসছে।’ নওগাঁ শহরে হাঁটতে বের হওয়া ইকবাল হোসেন বলেন, ‘প্রায় প্রতিদিন সকালে হাঁটতে বের হই। তবে আজকের সকালটাকে একটু অন্য রকম মনে হলো। চারদিকের সাদা কুয়াশা দেখে মনে হচ্ছে শীতের দিন চলে এসেছে। তবে খুব বেশি শীত নেই। অথচ অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে। দিনের বেলায় খুবই গরম।’ বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ সকাল ৬টায় নওগাঁয় সর্বনি¤œ তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যায়। এ সময়টাতে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ জন্যই হঠাৎ চারদিকে ঘন কুয়াশা দেখা দিয়েছে। এটাকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে। তবে নভেম্বর মাস থেকে একটু শীত অনুভূত হবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঘনকুয়াশায় শীতের আগমনী বার্তা

আপডেট সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

নওগাঁ সংবাদদাতা : ঘন কুয়াশা নিয়ে এসেছে উত্তরের জেলা নওগাঁয় শীতের আগমনী বার্তা। গতকাল সোমবার সকালটা ছিল নওগাঁর জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত দেখা মিলেছে কুয়াশার। কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো জেলা। শহর থেকে গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা দেখা যায়। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিক কুয়াশার কারণে এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিকরা। কুয়াশার কারণে সকাল বেলা সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন, দিনে গরম আর শেষ রাতে অনুভূত হচ্ছে হালকা শীত। শেষ রাতে কাঁথা বা পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে আরও কিছুদিন দেরি আছে। সদর উপজেলার বরুনকান্দি এলাকার আব্দুল আওয়াল বলেন, ‘হঠাৎ করেই সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে। সকালের ঘন কুয়াশা বলে দেয় শীত আসছে।’ নওগাঁ শহরে হাঁটতে বের হওয়া ইকবাল হোসেন বলেন, ‘প্রায় প্রতিদিন সকালে হাঁটতে বের হই। তবে আজকের সকালটাকে একটু অন্য রকম মনে হলো। চারদিকের সাদা কুয়াশা দেখে মনে হচ্ছে শীতের দিন চলে এসেছে। তবে খুব বেশি শীত নেই। অথচ অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে। দিনের বেলায় খুবই গরম।’ বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ সকাল ৬টায় নওগাঁয় সর্বনি¤œ তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যায়। এ সময়টাতে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ জন্যই হঠাৎ চারদিকে ঘন কুয়াশা দেখা দিয়েছে। এটাকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে। তবে নভেম্বর মাস থেকে একটু শীত অনুভূত হবে।