ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

গ্লোবাল লিগে স্বাগতিক দলে সাকিব, খেলা নিয়ে শঙ্কা

  • আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। তবে কয়েক বছর ধরে এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে গড়াতে যাচ্ছে এই জনপ্রিয় টুর্নামেন্টটি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্ট আনছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও। ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা। যদিও তার খেলা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। কাঁধের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই সাকিব। যে কারণে আসন্ন এই টুর্নামেন্টেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এ ছাড়া বিসিবির ছাড়পত্রের বিষয়টিও থাকছে। ইতোমধ্যে ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। বাংলাদেশের রংপুর রাইডার্স এবং ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল। টুর্নামেন্টটির জন্য এরই মধ্যে নিজেদের দল ঘোষণা করেছে রংপুর। অধিনায়ক হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান। পাশাপাশি শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন রয়েছেন দলে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গ্লোবাল লিগে স্বাগতিক দলে সাকিব, খেলা নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। তবে কয়েক বছর ধরে এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে গড়াতে যাচ্ছে এই জনপ্রিয় টুর্নামেন্টটি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্ট আনছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও। ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা। যদিও তার খেলা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। কাঁধের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই সাকিব। যে কারণে আসন্ন এই টুর্নামেন্টেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এ ছাড়া বিসিবির ছাড়পত্রের বিষয়টিও থাকছে। ইতোমধ্যে ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। বাংলাদেশের রংপুর রাইডার্স এবং ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল। টুর্নামেন্টটির জন্য এরই মধ্যে নিজেদের দল ঘোষণা করেছে রংপুর। অধিনায়ক হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান। পাশাপাশি শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন রয়েছেন দলে।