ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা

  • আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে দ্য রেকর্ডিং অ্যাকাডেমি। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬ তম আসরে আমেরিকান র‌্যাপার, গায়িকা এবং গীতিকার এসজেডএ (সোলানা ইমানি রো) নয়টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছেন। এসজেডএ-এর পরেই মনোনয়নের দিক থেকে এগিয়ে আছেন ফোবি ব্রিজার্স, ইঞ্জিনিয়ার সারবান ঘেনিয়া ও ভিক্টোরিয়া মোনেট। এই তিন শিল্পী প্রত্যেকেই সাতটি কয়রে মনোনয়ন পেয়েছেন। এছাড়াও ছয়টি কয়রে মনোনয়ন পেয়েছেন জ্যাক অ্যান্তোনফ, জন বাতিস্তে, বয়জিনিয়াস, ব্র্যান্ডি ক্লার্ক, মাইলি সাইরাস, বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগো ও টেইলর সুইফট। প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন আইস স্পাইস।’সেরা নতুন শিল্পী’ এবং ‘সেরা র‌্যাপ গান’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি। নিকি মিনাজের সঙ্গে করা ‘বার্বি ওয়ার্ল্ড’-এর জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি। টেইলর সুইফটের অ্যালবাম ‘মিডনাইটস’ লড়বে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে। তিনি যদি জিতে যান, তাহলে তিনিই হবেন প্রথম পারফর্মিং আর্টিস্ট যিনি এই ক্যাটাগরিতে চারবার পুরস্কার জয়ী। টেইলর সুইফটের সিঙ্গেল হিট ‘অ্যান্টি হিরো’-ও মনোনয়ন পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬ তম আসর বসবে ৪ ফেব্রুয়ারি, ২০২৪-এ লস অ্যাঞ্জেলসে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা

আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে দ্য রেকর্ডিং অ্যাকাডেমি। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬ তম আসরে আমেরিকান র‌্যাপার, গায়িকা এবং গীতিকার এসজেডএ (সোলানা ইমানি রো) নয়টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছেন। এসজেডএ-এর পরেই মনোনয়নের দিক থেকে এগিয়ে আছেন ফোবি ব্রিজার্স, ইঞ্জিনিয়ার সারবান ঘেনিয়া ও ভিক্টোরিয়া মোনেট। এই তিন শিল্পী প্রত্যেকেই সাতটি কয়রে মনোনয়ন পেয়েছেন। এছাড়াও ছয়টি কয়রে মনোনয়ন পেয়েছেন জ্যাক অ্যান্তোনফ, জন বাতিস্তে, বয়জিনিয়াস, ব্র্যান্ডি ক্লার্ক, মাইলি সাইরাস, বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগো ও টেইলর সুইফট। প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন আইস স্পাইস।’সেরা নতুন শিল্পী’ এবং ‘সেরা র‌্যাপ গান’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি। নিকি মিনাজের সঙ্গে করা ‘বার্বি ওয়ার্ল্ড’-এর জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি। টেইলর সুইফটের অ্যালবাম ‘মিডনাইটস’ লড়বে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে। তিনি যদি জিতে যান, তাহলে তিনিই হবেন প্রথম পারফর্মিং আর্টিস্ট যিনি এই ক্যাটাগরিতে চারবার পুরস্কার জয়ী। টেইলর সুইফটের সিঙ্গেল হিট ‘অ্যান্টি হিরো’-ও মনোনয়ন পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬ তম আসর বসবে ৪ ফেব্রুয়ারি, ২০২৪-এ লস অ্যাঞ্জেলসে।