বিনোদন ডেস্ক : সংগীত জগতের সবচেয়ে আলোচিত পুরস্কার গ্র্যামি ঘোষণার সন্ধ্যা স্মরণীয় হয়ে থাকল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণে। আর এই সন্ধ্যায় ট্রেভর নোয়ার উপস্থাপনায় এবারের আসরে সর্বোচ্চ পাঁচটি গ্র্যামি ঝুলিতে পুরেছেন যুক্তরাষ্ট্রের জন বাতিস্ত। ব্যান্ড দল ‘সনিক’ গ্র্যামি জিতেছে চার বিভাগে। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, দুই মাসের বিলম্বের পর রোববার রাতে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসে ৬৪তম বার্ষিক গ্র্যামি পুরস্কারের আসর। আয়োজনের শুরু হয় দ্য ডেইলি শোর জনপ্রিয় উপস্থাপক ট্রেভর নোয়ার কৌতুক দিয়ে। এবারের অস্কার আসরের সঞ্চালক ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনা নিয়েই কৌতুক করেন তিনি। নোয়া বলেন, দৃষ্টিসীমায় চড় ছাড়াই এবং ‘আমাদের মুখে আর কারও নাম উচ্চারণ না করেই’ শুরু করছি।
সংগীত জগতের সবচেয়ে বড় এই রাতে পুরস্কারপ্রত্যাশীরা আরও বেশি অবাক হয়ে যান যখন অনুষ্ঠানের মাঝখানেই পর্দায় উপস্থিত হন ইউক্রেইনের প্রেসিডেন্ট। সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত অতিথি এবং টেলিভিশনের সামনে বসা লাখ লাখ দর্শকের সামনে তার দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি। জানান, ইউক্রেইনের সংগীত শিল্পীরা এখন যুদ্ধসাজে সজ্জিত হয়ে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে লড়ছে। ইউক্রেইনের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি। তার এই ভাষণ চলার সময় কিছুক্ষণের জন্য হলেও উৎসব ও সংগীত থমকে যায় এবং সবার মনোযোগ কেড়ে নেয় রাশিয়ার সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেইন ও তার জনগণের দুর্দশা। জেলেনস্কি বলেন, “যুদ্ধ-সংগীতের বিপরীতে এর চেয়ে আর কোন বিষয়টি থাকতে পারে? আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করছি। বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য, কথার জন্য। আমরা রাশিয়ার বিরুদ্ধে লড়ছি, যারা তাদের বোমা ফেলে ভয়াবহ নিস্তব্ধতা বয়ে এনেছে। মৃত্যুর নিস্তব্ধতা। আজ আপনাদের সংগীত দিয়ে এই নিস্তব্ধতাকে ভেঙে ফেলুন আমাদের গল্পটি বলার জন্য, যুদ্ধের সত্যিটা তুলে ধরার জন্য।”
জেলেনস্কির ভাষণ ছাড়া এবারের গ্র্যামি পুরস্কারের আসরের সবচেয়ে বড় বিজেতা জন বাতিস্ত। ১১ বিভাগে মনোনয়ন পাওয়া এই তারকা শিল্পী ৫ বিভাগে গ্র্যামি জিতেছেন। যার মধ্যে আছে ‘উই আর’-এর জন্য বছরের সেরা অ্যালবামের পুরস্কার। ব্রুনো মার্স ও অ্যানডারসন পাকের মতো তারকাদের নিয়ে গড়া ব্যান্ড দল ‘সিল্ক সনিক’ বছরের সেরা রেকর্ডসহ চার বিভাগে গ্র্যামি জিতেছে। এছাড়া আমেরিকান পপ তারকা অলিভিয়া রডরিগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটলের রক ব্যান্ড ফু ফাইটারস তিনটি করে গ্র্যামি জিতেছে। বছরের সেরা বৈশ্বিক পরিবেশনা বিভাগে ‘মোহাব্বত’ এর জন্য গ্র্যামি জিতেছেন আরুজ আফতাব। প্রথম পাকিস্তানি নারী হিসেবে গ্র্যামি জেতার গৌরব অর্জন করলেন তিনি। পুরস্কার গ্রহণের পর বাতিস্ত বলেন, “সৃষ্টিশীল কর্ম নিরপেক্ষ হতে পারে না। এটা ওই ব্যক্তিকে খুঁজে নেয়, যার ওই সময় সবচেয়ে বেশি সেটা দরকার। সেটা আপনিও হতে পারেন!”
কোভিড-১৯ মহামারীর কারণে আগের আসর ভারচুয়ালি আয়োজনের পর এবার সশরীর উপস্থিতিতে আয়োজিত হল সংগীতের এই বার্ষিক পুরস্কার বিতরণী। এবারের আসরে সংগীত পরিবেশন করেন লিল ন্যাস এক্স, বিটিএস, সিল্ক সনিক, লেডি গাগা (সঙ্গে ভারচুয়ালি ছিলেন টনি বেনেট), অলিভিয়া রডরিগো, জন বাতিস্ত, গিভিয়ান ও ড্যানিয়েল সিজারের সঙ্গে জাস্টিন বিবার, বিলি আইলিশ ও ফিনিয়াসসহ আরও অনেকে। প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষণের পর গান শোনান সংগীত তারকা জন লিজেন্ড, সঙ্গে ছিলেন ইউক্রেইনীয় শিল্পী মিকা নিউটন, লিউবা ইয়াকিমচুক ও সিউজানা ইগিদান।
আশিটির বেশি বিভাগে গ্র্যামি দেওয়া হয়েছে এবারের আসরে।
বছরের সেরা রেকর্ড – ‘লিভ দ্য ডোর ওপেন’ এর জন্য সিল্ক সনিক।
বছরের সেরা গান – ‘লিভ দ্য ডোর ওপেন’ এর জন্য সিল্ক সনিক।
বছরের সেরা অ্যালবাম – ‘উই আর’ এর জন্য জন বাতিস্ত।
বছরের সেরা নবাগত শিল্পী – অলিভিয়া রডরিগো
বছরের সেরা একক পপ গান – ‘ড্রাইভারস লাইসেন্স’ এর জন্য অলিভিয়া রডরিগো
বছরের সেরা দ্বৈত বা দলগত পপ গান – ‘কিস মি মোর’ এর জন্য ডোজা ক্যাট ফিচারস এসজেডএ।
বছরের সেরা রক অ্যালবাম – ‘মেডিসিন অ্যাট মিডনাইট’ এর জন্য ফু ফাইটারস।
বছরের সেরা রক সংগীত – ‘ওয়েটিং অন আ ওয়ার’ এর জন্য ফু ফাইটারস।
বছরের সেরা রক পরিবেশনা – ‘মেকিং আ ফায়ার’ এর জন্য ফু ফাইটারস।
বছরের সেরা কান্ট্রি অ্যালবাম – ‘স্টার্টিং ওভার’ এর জন্য ক্রিস স্ট্যাপলেটন।
বছরের সেরা কান্ট্রি সংগীত – ‘কোল্ড’ এর জন্য ক্রিস স্ট্যাপলেটন।
বছরের সেরা ড্যান্স রেকর্ডিং – ‘অ্যালাইভ’ এর জন্য রুফুস দু সল।
বছরের সেরা পপ ভোকাল অ্যালবাম – ‘সাওয়ার’ এর জন্য অলিভিয়া রডরিগো।
বছরের সেরা বৈশ্বিক সংগীত পরিবেশনা – ‘মোহাব্বত’ এর জন্য আরুজ আফতাব।
গ্র্যামির আসরে জেলেনস্কি চমক; জন বাতিস্তের জয়জয়কার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ