রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে চাঞ্চল্যকর স্কুলছাত্র সানী হত্যা মামলার আসামি রাহিম ও শাহীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার ঢাকা ও নারায়নগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাহিম মহানগরীর হেতেম খাঁ এলাকার মৃত সোহেলের ছেলে এবং অপর আসামি শাহী একই এলাকার শফিকের ছেলে। র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গত ৩ জুলাই রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে একদল সন্ত্রাসী স্কুলছাত্র সানীকে অপহরণ করে নগরীর হেতেমখাঁ সবজী পাড়ায় কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা পরিবহন নেতা রফিকুল ইসলাম পাখি বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।