ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

গ্রুপের শেষ দুই ম্যাচ এগিয়ে আসলো ৪ দিন

  • আপডেট সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আগামী ৪ ফেব্রুয়ারি আবাহনী ও রহমতগঞ্জ এবং মোহামেডান ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ম্যাচ দিয়ে শেষ হওয়ার কথা ছিল চলমান ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্ব। তবে শেষ দিনের দুই ম্যাচ ৪ দিন এগিয়ে ৩১ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। শুক্রবার বিকেল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ। একই সময় ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে খেলবে মোহামেডান ও ইয়ংমেন্স।
১ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল।

শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। ২৮ দিনব্যাপী এই দলবদলের কার্যক্রমের মধ্যেই প্রিমিয়ার লিগের ম্যাচ রাখা হয়েছে। তারপরও ক্লাবগুলোর খেলোয়াড় নিবন্ধনের সুবিধার্থে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ দলবদল শুরুর আগে এগিয়ে আনা হয়েছে। শেষ দিনের দুই ম্যাচে গুরুত্ব আছে শুধু আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে গ্রুপসেরা হয়ে কোন দল পরের রাউন্ডে খেলবে। আগেই কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করা এই দ্ইু দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে রহমতগঞ্জ।

তাদের ড্র করলেই চলবে। আবাহনীকে জিততেই হবে। মোহামেডান ও ফকিরের ইয়ংমেন্সের মধ্যকার অন্য ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। আগেই এই দুই দলের ফেডারেশন কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গ্রুপের শেষ দুই ম্যাচ এগিয়ে আসলো ৪ দিন

আপডেট সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: আগামী ৪ ফেব্রুয়ারি আবাহনী ও রহমতগঞ্জ এবং মোহামেডান ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ম্যাচ দিয়ে শেষ হওয়ার কথা ছিল চলমান ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্ব। তবে শেষ দিনের দুই ম্যাচ ৪ দিন এগিয়ে ৩১ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। শুক্রবার বিকেল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ। একই সময় ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে খেলবে মোহামেডান ও ইয়ংমেন্স।
১ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল।

শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। ২৮ দিনব্যাপী এই দলবদলের কার্যক্রমের মধ্যেই প্রিমিয়ার লিগের ম্যাচ রাখা হয়েছে। তারপরও ক্লাবগুলোর খেলোয়াড় নিবন্ধনের সুবিধার্থে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ দলবদল শুরুর আগে এগিয়ে আনা হয়েছে। শেষ দিনের দুই ম্যাচে গুরুত্ব আছে শুধু আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে গ্রুপসেরা হয়ে কোন দল পরের রাউন্ডে খেলবে। আগেই কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করা এই দ্ইু দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে রহমতগঞ্জ।

তাদের ড্র করলেই চলবে। আবাহনীকে জিততেই হবে। মোহামেডান ও ফকিরের ইয়ংমেন্সের মধ্যকার অন্য ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। আগেই এই দুই দলের ফেডারেশন কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে।