ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

গ্রিন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : ২৩ অক্টোবর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে আয়োজিত হলো ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট’ (আইটিডি) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকেরা অংশ নিয়েছেন। গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, সম্মেলনের জেনারেল চেয়ার ও বিজনেস অনুষদের ডিন অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের অধ্যাপক বব হপকিনস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘আইটিডি সম্মেলনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো বৈচিত্র্য। এখানে যেমন বিজনেস রয়েছে, তেমনি রয়েছে ল ও স্যোশাল সায়েন্সেস।’ কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ বছর অনলাইনের মাধ্যমে এই সম্মেলন হলেও ভবিষ্যতে সশরীরে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্যাট্রিক ডোউঘের্টি, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক মো. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফকরুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চের চেয়ারম্যান খুরশেদ আলম, রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদসহ কয়েকজন মূল প্রবন্ধ পাঠ করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গ্রিন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : ২৩ অক্টোবর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে আয়োজিত হলো ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট’ (আইটিডি) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকেরা অংশ নিয়েছেন। গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, সম্মেলনের জেনারেল চেয়ার ও বিজনেস অনুষদের ডিন অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের অধ্যাপক বব হপকিনস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘আইটিডি সম্মেলনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো বৈচিত্র্য। এখানে যেমন বিজনেস রয়েছে, তেমনি রয়েছে ল ও স্যোশাল সায়েন্সেস।’ কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ বছর অনলাইনের মাধ্যমে এই সম্মেলন হলেও ভবিষ্যতে সশরীরে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্যাট্রিক ডোউঘের্টি, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক মো. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফকরুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চের চেয়ারম্যান খুরশেদ আলম, রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদসহ কয়েকজন মূল প্রবন্ধ পাঠ করেন।