ক্রীড়া ডেস্ক : মিডিয়াম পেসার ক্যামেরুন গ্রিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। আজ টাউন্সভিলে টস জিতে প্রথমে বোলিং করতে নামে স্কবাগতিক অস্ট্রেলিয়া। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কায়া ও তাদিওয়ানাশে মারুমানির। ৬৫ বল খেলে উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন তারা। এর মধ্যে ১৭ রান করে মিচেল মার্শের বলে আউট হন কায়া। দ্বিতীয় উইকেটে ওয়েসলি মাধভেরেকে নিয়ে বড় জুটির চেষ্টা করেন মারুমানি। দেখেশুনে খেলে ৬০ বলে ৪৫ রান তুলেন তারা। এই জুটিতে ভেঙ্গে অস্ট্রেলিয়াকে ব্রেকÑথ্রু এনে দেন স্পিনার এডাম জাম্পা। ৬১ বলে ৪৫ রান করেন মারুমানি। এরপর জিম্বাবুয়ের মিডল-অর্ডারের দুই ব্যাটার টনি মুনওয়াঙ্গা ও সিকান্দার রাজাকে বড় ইনিংস খেলতে দেননি জাম্পা ও গ্রিন। মুনওয়াঙ্গা ৭ ও ইনফর্ম রাজা ৫ রানে আউট হন।
১২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো জিম্বাবুয়ে। তবে পঞ্চম উইকেটে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মাধভেরে ও অধিনায়ক রেগিস চাকাভা। দ্রুত রান তোলার চেষ্টা করেন তারা। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন মাধভেরে। হাফ-সেঞ্চুরির করা মাধভেরেকে ব্যক্তিগত ৭২ রানে থামিয়ে দিয়ে ম্যাচের রাশ টেনে ধরেন জাম্পা। ৪টি চারে ৯১ বলে ৭২ রান করেন মাধভেরে। চাকাভার সাথে ৭০ বলে ৬৩ রান যোগ করেন মাধভেরে। দলীয় ১৮৫ রানে পঞ্চম ব্যাটার হিসেবে মাধভেরের আউটের পর জিম্বাবুয়ের ইনিংসে ধস নামান গ্রিন। পরের পাঁচ উইকেটের চারটিই শিকার করেন তিনি। ৪৫ ও ৪৭তম ওভারে দু’টি করে ষিকার করে ক্যারিয়ারে প্রথম ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন গ্রিন।। ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে আগে মাত্র ১ উইকেট শিকার ছিল গ্রিনের।
গ্রিনের বোলিং তোপে ১৫ বল বাকী থাকতে ২০০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৯ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নেন গ্রিন। ২০১ রানের জবাবে ৪৩ রানের উদ্বোধনী জুটি পায় অস্ট্রেলিয়া। ১৫ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অধিনায়কের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে দলকে ৮৮ বলে ৬৫ রান এনে দেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। এতে দলের স্কোর ১শ অতিক্রম করে। ৬৬ বলে ওয়ানডে ক্যারিয়ারে ২৫তম হাফ সেঞ্চুরি তুলে ৫৭ রানে আউট হন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারের তিন ব্যাটারকে দ্রুত শিকার করে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরার পথ দেখিয়েছিলেন রায়ার্ন বার্ল। অ্যালেক্স ক্যারি ১০, র্মাকাস স্টয়নিস ১৯ ও মিচেল মার্শ ২ রান করে বার্লের শিকার হন। বার্লের বোলিংয়ে ম্যাচে ফেরার আশায় ছিলো জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ের আশাকে ধুলিসাৎ করে দেন গ্লেন ম্যাক্সওয়েল। সাত নম্বরে ব্যাট হাতে ক্রিজে গিয়েই ঝড় তুলেন তিনি। মাত্র ৯ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৩২ রান করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। তার সাথে ৪৮ রানে অপরাজিত থাকেন স্মিথ। ৬০ রানে ৩ উইকেট নেন বার্ল। ম্যাচ সেরা হয়েছেন গ্রিন। আগামী ৩১ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
গ্রিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া

TOWNSVILLE, AUSTRALIA - AUGUST 28: Cameron Green of Australia celebrates after taking the wicket of Sikandar Raza of Zimbabwe during game one of the One Day International Series between Australia and Zimbabwe at Riverway Stadium on August 28, 2022 in Townsville, Australia. (Photo by Ian Hitchcock/Getty Images)
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ