ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

গ্রাহকের খরচ কমাতে বিজ্ঞাপন আনছে নেটফ্লিক্স

  • আপডেট সময় : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ব্যবসায় টান পড়ায় আসছে নভেম্বরে বিজ্ঞাপনসহ নতুন সেবা চালু করার ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিজ্ঞাপন থাকবে বলে এই নতুন ‘সাবস্ক্রিপশন প্ল্যানে’ গ্রাহকের মাসে খরচ হবে ছয় ডলার ৯৯ সেন্ট করে। দীর্ঘ কয়েক বছরের সাফল্যের পর এ বছরের প্রথমভাগে গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স। সেই পরিপ্রেক্ষিতে নতুন গ্রাহক আকৃষ্ট করতেই বিজ্ঞাপন দেখিয়ে সাবস্ক্রিপশনের খরচ কমানোর কৌশল বেছে নিয়েছে এ কোম্পানি। রয়টার্স জানিয়েছে, নেটফ্লিক্সের সবচেয়ে সস্তা টিয়ারের চেয়েও তিন ডলার খরচ কম পড়বে নতুন সেবায়। নভেম্বর মাসে দশ দিন সময় নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানি, জাপান ও কোরিয়াসহ মোট ১২টি দেশে ক্রমান্বয়ে চালু হবে নতুন টিয়ার। নতুন টিয়ারের দর্শকরা প্রতি ঘণ্টায় চার থেকে পাঁচ মিনিট বিজ্ঞাপন দেখবেন বলে জানিয়েছে নেটফ্লিক্স। সিনেমা দেখার অভিজ্ঞতা অটুট রাখতে সদ্য মুক্তি পাওয়া সিনেমাগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপন কম থাকবে বলে জানিয়েছে তারা। আর লাইসেন্স নিয়ে জটিলতার কারণে নেটফ্লিক্সের পুরো লাইব্রেরির পাঁচ থেকে ১০ শতাংশ শো বিজ্ঞাপনসহ টিয়ারে অনুপস্থিত থাকবে বলে জানিয়েছেন নেটফ্লিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা গ্রেগ পিটার্স। মঙ্গলবার এ ঘোষণার পর শেয়ার বাজারে দর বেড়েছে নেটফ্লিক্স শেয়ারের।
প্ল্যাটফর্মে কখনোই বিজ্ঞাপন দেখানো হবে না– টানা কয়েক বছর ধরে এ কথা বলে আসছিলেন নেটফ্লিক্সের নির্বাহীরা। কিন্তু গ্রাহক কমায় এপ্রিল মাসে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। পিটার্স বলেছেন, “নেটফ্লিক্সে আমরা যারা আছি, আমাদের সামনে ব্যবসা বাড়ানোর এবং নতুন সেবাগ্রাহকদের আকৃষ্ট করার বড় একটা সুযোগ আছে এবং তার একটা অংশ হচ্ছে বিভিন্ন দামের সাবস্ক্রিপশন প্ল্যান।” নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনায় কতজন সেবাগ্রাহক অংশ নিতে পারেন বা এটি থেকে নেটফ্লিক্সের আয় কেমন হতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পিটার্স। তবে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ২০২৩ সালে কেবল যুক্তরাষ্ট্রেই নতুন সাবস্ক্রিপশন টিয়ারে এক কোটি ৩৩ লাখ গ্রাহক যোগ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নেটফ্লিক্স। স্ট্রিমিং সেবার বাজারে নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ডিজনির হুলু ও ডিজনি প্লাস এবং ডিসকভারির এইচবিও ম্যাক্সে ইতোমধ্যে বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন প্ল্যান চালু আছে অথবা শিগগিরই চালু করার পরিকল্পনা রয়েছে। রয়টার্স জানিয়েছে, ওই প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনসহ প্যাকেজগুলোর খরচ মাসে আট থেকে ১০ ডলারের মধ্যে। জুন মাসে নেটফ্লিক্সের সেবাগ্রাহকের সংখ্যা ছিল ২২ কোটি ৭০ হাজার, যা বছরের শুরুর তুলনায় প্রায় ১২ লাখ কম। তারপরও বছরের তৃতীয় প্রান্তিকে ১০ লাখ নতুন গ্রাহক যোগ করার প্রত্যাশার কথা কর্মকর্তারা বলেছিলেন। রয়টার্স জানিয়েছে, নেটফ্লিক্সের বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন সেবা কানাডা ও মেক্সিকোতে চালু হবে ১ নভেম্বর থেকে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, কোরিয়া এবং জাপানে চালু হবে ৩ নভেম্বর থেকে। স্পেনে সেবাটি চালু হবে আরও এক সপ্তাহ পর, ১০ নভেম্বরে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাহকের খরচ কমাতে বিজ্ঞাপন আনছে নেটফ্লিক্স

আপডেট সময় : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

প্রযুক্তি ডেস্ক : ব্যবসায় টান পড়ায় আসছে নভেম্বরে বিজ্ঞাপনসহ নতুন সেবা চালু করার ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিজ্ঞাপন থাকবে বলে এই নতুন ‘সাবস্ক্রিপশন প্ল্যানে’ গ্রাহকের মাসে খরচ হবে ছয় ডলার ৯৯ সেন্ট করে। দীর্ঘ কয়েক বছরের সাফল্যের পর এ বছরের প্রথমভাগে গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স। সেই পরিপ্রেক্ষিতে নতুন গ্রাহক আকৃষ্ট করতেই বিজ্ঞাপন দেখিয়ে সাবস্ক্রিপশনের খরচ কমানোর কৌশল বেছে নিয়েছে এ কোম্পানি। রয়টার্স জানিয়েছে, নেটফ্লিক্সের সবচেয়ে সস্তা টিয়ারের চেয়েও তিন ডলার খরচ কম পড়বে নতুন সেবায়। নভেম্বর মাসে দশ দিন সময় নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানি, জাপান ও কোরিয়াসহ মোট ১২টি দেশে ক্রমান্বয়ে চালু হবে নতুন টিয়ার। নতুন টিয়ারের দর্শকরা প্রতি ঘণ্টায় চার থেকে পাঁচ মিনিট বিজ্ঞাপন দেখবেন বলে জানিয়েছে নেটফ্লিক্স। সিনেমা দেখার অভিজ্ঞতা অটুট রাখতে সদ্য মুক্তি পাওয়া সিনেমাগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপন কম থাকবে বলে জানিয়েছে তারা। আর লাইসেন্স নিয়ে জটিলতার কারণে নেটফ্লিক্সের পুরো লাইব্রেরির পাঁচ থেকে ১০ শতাংশ শো বিজ্ঞাপনসহ টিয়ারে অনুপস্থিত থাকবে বলে জানিয়েছেন নেটফ্লিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা গ্রেগ পিটার্স। মঙ্গলবার এ ঘোষণার পর শেয়ার বাজারে দর বেড়েছে নেটফ্লিক্স শেয়ারের।
প্ল্যাটফর্মে কখনোই বিজ্ঞাপন দেখানো হবে না– টানা কয়েক বছর ধরে এ কথা বলে আসছিলেন নেটফ্লিক্সের নির্বাহীরা। কিন্তু গ্রাহক কমায় এপ্রিল মাসে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। পিটার্স বলেছেন, “নেটফ্লিক্সে আমরা যারা আছি, আমাদের সামনে ব্যবসা বাড়ানোর এবং নতুন সেবাগ্রাহকদের আকৃষ্ট করার বড় একটা সুযোগ আছে এবং তার একটা অংশ হচ্ছে বিভিন্ন দামের সাবস্ক্রিপশন প্ল্যান।” নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনায় কতজন সেবাগ্রাহক অংশ নিতে পারেন বা এটি থেকে নেটফ্লিক্সের আয় কেমন হতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পিটার্স। তবে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ২০২৩ সালে কেবল যুক্তরাষ্ট্রেই নতুন সাবস্ক্রিপশন টিয়ারে এক কোটি ৩৩ লাখ গ্রাহক যোগ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নেটফ্লিক্স। স্ট্রিমিং সেবার বাজারে নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ডিজনির হুলু ও ডিজনি প্লাস এবং ডিসকভারির এইচবিও ম্যাক্সে ইতোমধ্যে বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন প্ল্যান চালু আছে অথবা শিগগিরই চালু করার পরিকল্পনা রয়েছে। রয়টার্স জানিয়েছে, ওই প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনসহ প্যাকেজগুলোর খরচ মাসে আট থেকে ১০ ডলারের মধ্যে। জুন মাসে নেটফ্লিক্সের সেবাগ্রাহকের সংখ্যা ছিল ২২ কোটি ৭০ হাজার, যা বছরের শুরুর তুলনায় প্রায় ১২ লাখ কম। তারপরও বছরের তৃতীয় প্রান্তিকে ১০ লাখ নতুন গ্রাহক যোগ করার প্রত্যাশার কথা কর্মকর্তারা বলেছিলেন। রয়টার্স জানিয়েছে, নেটফ্লিক্সের বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন সেবা কানাডা ও মেক্সিকোতে চালু হবে ১ নভেম্বর থেকে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, কোরিয়া এবং জাপানে চালু হবে ৩ নভেম্বর থেকে। স্পেনে সেবাটি চালু হবে আরও এক সপ্তাহ পর, ১০ নভেম্বরে।