ফরিদপুর সংবাদদাতা : বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করে নিতে ফরিদপুরের বোয়ালমারীতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। রোববার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে লাঠিখেলা ও সাপখেলা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে হাতি-ঘোড়াসহ বর্ণাঢ্য এক মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। শোভাযাত্রাটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। দুপরে উপজেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাপখেলার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জান লিটু, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।