ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৭:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

মোস্তফা কাদের, বরগুনা : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় অংশীজনদের সাথে সমন্বয় সভা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে সম্প্রতি বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়। বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরগুনার ডিডিএলজি মোঃ তানজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মোজাম্মেল হোসেন, সিনিয়র সহকারী জজ জেলা লিগ্যাল এইড অনুতোষ বালা, গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ রকিবুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। গ্রাম আদালতের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার- প্রসারের জন্য বিস্তারিত আলোচনা হয় এবং কর্মপরিকল্পনা তৈরি করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, গ্রাম আদালতকে কার্যকর করার জন্য সকলের জায়গা থেকে ভুমিকা রাখার সুযোগ রয়েছে। গ্রাম আদালত কার্যকর থাকলে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার সুযোগ কম থাকে।

 

 

 

 

 

 

 

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

মোস্তফা কাদের, বরগুনা : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় অংশীজনদের সাথে সমন্বয় সভা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে সম্প্রতি বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়। বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরগুনার ডিডিএলজি মোঃ তানজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মোজাম্মেল হোসেন, সিনিয়র সহকারী জজ জেলা লিগ্যাল এইড অনুতোষ বালা, গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ রকিবুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। গ্রাম আদালতের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার- প্রসারের জন্য বিস্তারিত আলোচনা হয় এবং কর্মপরিকল্পনা তৈরি করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, গ্রাম আদালতকে কার্যকর করার জন্য সকলের জায়গা থেকে ভুমিকা রাখার সুযোগ রয়েছে। গ্রাম আদালত কার্যকর থাকলে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার সুযোগ কম থাকে।