ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

গ্রামীণ রাস্তার পাশে ফসল ফলাতে সংসদীয় কমিটির নির্দেশ

  • আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ রাস্তার পাশে ফসল ফলিয়ে খাদ্যের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে পরিচালনা করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। সংসদ ভবনে এ বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার ও কানিজ সুলতানা। বৈঠকে উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; গ্রামীণ রাস্তায় কম-বেশি (১৫ মি. দৈর্ঘ্য পর্যন্ত) সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। গ্রামীণ রাস্তার কম-বেশি (১৫ মি. দৈর্ঘ্য পর্যন্ত) সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা ও সেতু, কালভার্ট নির্মাণের ক্ষেত্রে প্রাপ্ত তালিকাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের সুবিধা সরাসরি শ্রমিকের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় কর্মপন্থা প্রস্তুত করে তা বাস্তবায়ন করার সুপারিশ করা হয়। এ সময় ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে গ্রামীণ রাস্তার পাশে ফসল ফলিয়ে খাদ্যের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ রাস্তার পাশে ফসল ফলাতে সংসদীয় কমিটির নির্দেশ

আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ রাস্তার পাশে ফসল ফলিয়ে খাদ্যের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে পরিচালনা করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। সংসদ ভবনে এ বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার ও কানিজ সুলতানা। বৈঠকে উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; গ্রামীণ রাস্তায় কম-বেশি (১৫ মি. দৈর্ঘ্য পর্যন্ত) সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। গ্রামীণ রাস্তার কম-বেশি (১৫ মি. দৈর্ঘ্য পর্যন্ত) সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা ও সেতু, কালভার্ট নির্মাণের ক্ষেত্রে প্রাপ্ত তালিকাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের সুবিধা সরাসরি শ্রমিকের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় কর্মপন্থা প্রস্তুত করে তা বাস্তবায়ন করার সুপারিশ করা হয়। এ সময় ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে গ্রামীণ রাস্তার পাশে ফসল ফলিয়ে খাদ্যের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।