নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত নন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় আবু হেনা রনিসহ দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
গাজীপুর জেলা পুলিশ লাইনসে গতকাল বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা আবু হেনাসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। এস এম আইউব হোসেন বলেন, কৌতুক অভিনেতা আবু হেনা রনির (৩৫) শরীরের ২৫ শতাংশ ও জিল্লুর রহমানের (৩২) শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। গতকাল রাত থেকে হাসপাতালের জরুরি বিভাগে এই দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আজ সকাল ১০টার দিকে তাঁদের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। তাই কাউকেই শঙ্কামুক্ত বলা যাবে না। তাঁদের দুজনেরই শ্বাসনালি দগ্ধ হয়েছে। এর আগে গত রাতে এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে গতকাল সন্ধ্যায় ঢাকায় পাঠানো হয় আবু হেনা ও জিল্লুর রহমানকে। গাজীপুর মহানগর পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধ আবু হেনা রনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইনসে এ ঘটনায় আহত আরও তিনজন হলেন মোশাররফ হোসেন, ইমরান হোসেন ও রুবেল হোসেন। এই তিনজন এখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা রনি ‘শঙ্কামুক্ত নন’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















