ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

‘গ্যাস নাই গ্যাস দে, দুর্নীতি ছাইড়া দে’

  • আপডেট সময় : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে আবাসিক এলাকার গ্যাস–সংকট অন্তত এক মাস ধরে। চুলায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে এবার তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলাটির একদল বাসিন্দা। গ্যাস-সংকটের সমাধান না হলে তিতাস কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নগরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় তিতাস গ্যাসের কার্যালয় ঘিরে বিক্ষোভ মিছিলটি হয় ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামে সংগঠনের উদ্যোগে। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে ‘গ্যাস নাই গ্যাস দে, দুর্নীতি ছাইড়া দে’, ‘অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন কর, করতে হবে’, ‘গ্যাসের চুলায় গ্যাস নাই, মা-বোনদের ঘুম নাই’ ইত্যাদি স্লোগান লেখা ছিল। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি নুরুউদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টাম-লীর সদস্য দৈনিক খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, সংগঠনের মহিলা শাখার সভাপতি আঞ্জুমান আরা, সম্পাদকম-লীর সদস্য রোকসানা খবির, পপি রানী সরকার প্রমুখ। বক্তারা বলেন, প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করা হলেও এক মাস ধরে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকেরা। রাজধানীর পাশে থাকলেও নারায়ণগঞ্জবাসী অবহেলিত। যত দিন গ্যাস না পাওয়া যাবে, তত দিন তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার কথা বলেন বক্তারা। প্রয়োজনে তিতাস গ্যাসের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। সেই সঙ্গে তিতাস গ্যাসের সব কর্মকর্তা–কর্মচারীর ব্যাংক হিসাব ও তাঁদের সম্পত্তির তদন্ত করে দেখার দাবি জানান বক্তারা। সংগঠনের সভাপতি নুরুউদ্দিন বলেন, ‘কারখানা, শিল্পপ্রতিষ্ঠান সবকিছু তিতাস গ্যাস দিয়ে চলছে। শুধু আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আমরা বলেছি, প্রয়োজনে রেশনিং করে সকাল থেকে দুপুর পর্যন্ত আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করা হোক। তবু আমাদের গ্যাস সরবরাহ করা হোক। তিতাস গ্যাস আমাদের বলেছে, গ্যাসের চাপ কম। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
এ বিষয়ে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না তাঁরা। গ্যাসের দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্মারকলিপি দিয়েছেন। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। গ্যাসের দাবিতে তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ছিল বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম। তিনি বলেন, বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী স্মারকলিপি দিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শান্তিপূর্ণ সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন

‘গ্যাস নাই গ্যাস দে, দুর্নীতি ছাইড়া দে’

আপডেট সময় : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে আবাসিক এলাকার গ্যাস–সংকট অন্তত এক মাস ধরে। চুলায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে এবার তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলাটির একদল বাসিন্দা। গ্যাস-সংকটের সমাধান না হলে তিতাস কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নগরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় তিতাস গ্যাসের কার্যালয় ঘিরে বিক্ষোভ মিছিলটি হয় ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামে সংগঠনের উদ্যোগে। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে ‘গ্যাস নাই গ্যাস দে, দুর্নীতি ছাইড়া দে’, ‘অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন কর, করতে হবে’, ‘গ্যাসের চুলায় গ্যাস নাই, মা-বোনদের ঘুম নাই’ ইত্যাদি স্লোগান লেখা ছিল। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি নুরুউদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টাম-লীর সদস্য দৈনিক খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, সংগঠনের মহিলা শাখার সভাপতি আঞ্জুমান আরা, সম্পাদকম-লীর সদস্য রোকসানা খবির, পপি রানী সরকার প্রমুখ। বক্তারা বলেন, প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করা হলেও এক মাস ধরে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকেরা। রাজধানীর পাশে থাকলেও নারায়ণগঞ্জবাসী অবহেলিত। যত দিন গ্যাস না পাওয়া যাবে, তত দিন তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার কথা বলেন বক্তারা। প্রয়োজনে তিতাস গ্যাসের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। সেই সঙ্গে তিতাস গ্যাসের সব কর্মকর্তা–কর্মচারীর ব্যাংক হিসাব ও তাঁদের সম্পত্তির তদন্ত করে দেখার দাবি জানান বক্তারা। সংগঠনের সভাপতি নুরুউদ্দিন বলেন, ‘কারখানা, শিল্পপ্রতিষ্ঠান সবকিছু তিতাস গ্যাস দিয়ে চলছে। শুধু আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আমরা বলেছি, প্রয়োজনে রেশনিং করে সকাল থেকে দুপুর পর্যন্ত আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করা হোক। তবু আমাদের গ্যাস সরবরাহ করা হোক। তিতাস গ্যাস আমাদের বলেছে, গ্যাসের চাপ কম। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
এ বিষয়ে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না তাঁরা। গ্যাসের দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্মারকলিপি দিয়েছেন। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। গ্যাসের দাবিতে তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ছিল বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম। তিনি বলেন, বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী স্মারকলিপি দিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।