ক্রীড়া ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে হারের ক্ষত না শুকাতেই আরেকটি ধাক্কা বেলজিয়াম দলে। ডান গোড়ালির চোটে নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গেছেন দেশটির রেকর্ড গোলস্কোরার রোমেলু লুকাকু। দলের পক্ষে সোমবার অভিজ্ঞ এই স্ট্রাইকারের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী বুধবার পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বেলজিয়াম খেলবে ঘরের মাঠে। নেদারল্যান্ডসের বিপক্ষে গত শুক্রবার ৪-১ গোলে হারে বেলজিয়াম। ম্যাচটি ৩০ মিনিট পেরোনোর আগেই ডাচ ডিফেন্ডার নাথান আকের সঙ্গে সংঘর্ষে আঘাত পান লুকাকু। চিকিৎসা নিলেও খেলা চালিয়ে যেতে পারেননি চেলসি ফরোয়ার্ড। ডাচদের বিপক্ষে ম্যাচের আগেও অনুশীলনে চোট পেয়েছিলেন লুকাকু। সোমবার বেলজিয়াম টুইট করে জানায়, এখন তার চিকিৎসা চলছে। শনিবার ওয়েলসের বিপক্ষে খেলবে বেলজিয়াম। এর তিনদিন পর পোল্যান্ডের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলতে যাবে তারা। এই দুই ম্যাচের আগে লুকাকু সেরে উঠবেন কি-না এ বিষয়ে কিছু জানানো হয়নি।