কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোয়া মনি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনা ঘটে। শিশু ছোয়া মনি নেফড়া গ্রামের সৌদি প্রবাসী ছক্কু মিয়ার মেয়ে। সে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় ছোঁয়া মনি। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। পরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।