ক্রীড়া ডেস্ক : চলতি দলবদলের মৌসুমে ব্রাজিলীয় তরুণ রাফিনহাকে কিনেছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখ থেকে নিয়ে আসা হয়েছে গোলমেশিন রবার্ট লেভানদোস্কিকেও। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা জানালেন, এখন তাঁর দৃষ্টি রক্ষণভাগে। স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বার্সা সভাপতি বলেন, ‘বার্সার একজন গোল স্কোরারের দরকার ছিল। লেভানদোস্কিই সেই উপযুক্ত ব্যক্তি। সে একটা গোলমেশিন। বেশ কয়েকবার গোল্ডেন বুট জিতেছে সে। আমরা পিএসজি ও চেলসির সঙ্গে যুদ্ধ করে লেভানদোস্কিকে এনেছি। আমাদের কাছ থেকে কম টাকা পাবে জেনেও সে আমাদের এখানেই আসতে চেয়েছে। এজন্য তাকে ধন্যবাদ জানাই।’ লাপোর্তা আরো বলেন, ‘লেভানদোস্কিকে আনার পর এখন আমাদের দৃষ্টি রক্ষণভাগে। জাভি বেশ কিছু খেলোয়াড়ের দিকে দৃষ্টি দিয়েছে। আশা করি, কাতালানরা আরো কিছু খুশির সংবাদ পেতে যাচ্ছে।’ বার্সার সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন লেভানদোস্কি। এই পোলিশ তারকা গত আট মৌসুম খেলেছেন বায়ার্ন মিউনিখের হয়ে। জার্মান ক্লাবটির হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করেছেন লেভা। জিতেছেন আটটি লিগ শিরোপা, একটি করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। বার্সাকে ফের ইউরোপীয় ফুটবলের শীর্ষে নিয়ে যাওয়াই লক্ষ্য লেভানদোস্কির।
জনপ্রিয় সংবাদ