ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোরস্থান

  • আপডেট সময় : ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে

Zombie Rising Out Of A Graveyard cemetery In Spooky dark Night full moon. Holiday event halloween concept.

জাকিরুল চৌধুরী : দিঘির পাড়ে শিমুল তলে মোর দাদার কবরস্থান,
দাদার ছাড়া দাদির জীবন একা বাসস্থান।
কেমন ছিল দাদার মুখ দেখিনি তু কবুও,
দাদার মুখ দেখার জন্য মন ইচ্ছে তবুও।
ত্রিশ বছর হয়েছে আজ সেই ব্যথায় মরি,
মাটির তলে দিয়েছে গাড়িয়া দাদার লাশ তরী।
পাইনি কবুও তাঁর আদর পাইনি তাঁর স্নেহ,
আমার মন চাচ্ছে যেন দেখতে তাঁর দেহ।
মানুষের কাছে শুনি শুধু ছিলেন অনেক ভালো,
জোড় হাতে মোনাজাত করি কবরে জ্বলে আলো।
দুই বছর হয়ে গেলো দেখিনা দাদির মুখ,
দাদি আমায় দিয়ে গেছে জীবন ময় সুখ।
দাদি আমার ছিলেন ভালো করত বেশ আদর,
এখন তো আর করে দাদির মতো কদর।
স্বপ্ন যুগে পাইনা দেখা করেছে কি অভিমান,
দাদির প্রতি ছিল ভালবাসা বিশাল পরিমাণ।
জোড়া হাতে করি মোনাজাত কবরে জ্বলে আলো,
কবর পথে চলতে পারেন যেন পথ হয় যে ভালো।
দাদা দাদির জন্য সবাই করো মোনাজাত,
খোদার কাছে সবাই যেন তুলো দুই হাত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গোরস্থান

আপডেট সময় : ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

জাকিরুল চৌধুরী : দিঘির পাড়ে শিমুল তলে মোর দাদার কবরস্থান,
দাদার ছাড়া দাদির জীবন একা বাসস্থান।
কেমন ছিল দাদার মুখ দেখিনি তু কবুও,
দাদার মুখ দেখার জন্য মন ইচ্ছে তবুও।
ত্রিশ বছর হয়েছে আজ সেই ব্যথায় মরি,
মাটির তলে দিয়েছে গাড়িয়া দাদার লাশ তরী।
পাইনি কবুও তাঁর আদর পাইনি তাঁর স্নেহ,
আমার মন চাচ্ছে যেন দেখতে তাঁর দেহ।
মানুষের কাছে শুনি শুধু ছিলেন অনেক ভালো,
জোড় হাতে মোনাজাত করি কবরে জ্বলে আলো।
দুই বছর হয়ে গেলো দেখিনা দাদির মুখ,
দাদি আমায় দিয়ে গেছে জীবন ময় সুখ।
দাদি আমার ছিলেন ভালো করত বেশ আদর,
এখন তো আর করে দাদির মতো কদর।
স্বপ্ন যুগে পাইনা দেখা করেছে কি অভিমান,
দাদির প্রতি ছিল ভালবাসা বিশাল পরিমাণ।
জোড়া হাতে করি মোনাজাত কবরে জ্বলে আলো,
কবর পথে চলতে পারেন যেন পথ হয় যে ভালো।
দাদা দাদির জন্য সবাই করো মোনাজাত,
খোদার কাছে সবাই যেন তুলো দুই হাত।