ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

গোপন নথি ইস্যু, ফের বাইডেনের বাড়িতে সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি

  • আপডেট সময় : ১১:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি গোপন নথি পাওয়া যেতে পারে- এমন সন্দেহে আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। মার্কিন বিচার বিভাগের নির্দেশে বুধবার এই তল্লাশি চালানো হয়। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন, তার নথি পাওয়া যায় ওই সময়।
এরপর প্রশ্নের মুখে পড়ে প্রশ্নের মুখে পড়েন জো বাইডেন। শুরু হয় তদন্ত, বাইডেনের অন্য বাড়িগুলোতেও শুরু হয় তল্লাশি অভিযান। তবে অভিযানের পরে আপাতত কিছুটা স্বস্তিই হয়তো পেলেন বাইডেন। তার ডেলাওয়ারের রেহরোথ এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি। বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার বুধবার একটি বিবৃতিতে তল্লাশির কথা জানান। তবে তল্লাশির ব্যাপারে এফবিআইয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। বব বাউয়ার বিবৃতিতে জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ তল্লাশি অভিযানে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবীরা। বাইডেনের বাড়ি থেকে এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যা ক্লাসিফায়েড বা গোপনীয় হিসেবে উল্লেখ করা ছিল। তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট, যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে লিখেছিলেন, তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সূত্র: সিএনএন, এনবিসি, বিবিসি

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গোপন নথি ইস্যু, ফের বাইডেনের বাড়িতে সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি

আপডেট সময় : ১১:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি গোপন নথি পাওয়া যেতে পারে- এমন সন্দেহে আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। মার্কিন বিচার বিভাগের নির্দেশে বুধবার এই তল্লাশি চালানো হয়। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন, তার নথি পাওয়া যায় ওই সময়।
এরপর প্রশ্নের মুখে পড়ে প্রশ্নের মুখে পড়েন জো বাইডেন। শুরু হয় তদন্ত, বাইডেনের অন্য বাড়িগুলোতেও শুরু হয় তল্লাশি অভিযান। তবে অভিযানের পরে আপাতত কিছুটা স্বস্তিই হয়তো পেলেন বাইডেন। তার ডেলাওয়ারের রেহরোথ এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি। বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার বুধবার একটি বিবৃতিতে তল্লাশির কথা জানান। তবে তল্লাশির ব্যাপারে এফবিআইয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। বব বাউয়ার বিবৃতিতে জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ তল্লাশি অভিযানে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবীরা। বাইডেনের বাড়ি থেকে এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যা ক্লাসিফায়েড বা গোপনীয় হিসেবে উল্লেখ করা ছিল। তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট, যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে লিখেছিলেন, তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সূত্র: সিএনএন, এনবিসি, বিবিসি