প্রযুক্তি ডেস্ক : নিজের পাসওয়ার্ড গোপনে অন্যকে পাঠানোর সুযোগ পাবেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। ক্রোম ব্রাউজারের বিল্টইন পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে এ সুযোগ মিলবে। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে দ্রুত প্রবেশের সুযোগ দিতে ব্যবহারকারীদের অনুমতি নিয়ে তাঁদের পাসওয়ার্ড জমা রাখে পাসওয়ার্ড ম্যানেজার।
বাটনটি চালু হলে ব্যবহারকারীরা চাইলেই পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিকে নিজের পাসওয়ার্ড পাঠাতে পারবেন।
বর্তমানে অনেকেই নিজেদের পাসওয়ার্ড অন্যকে বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে থাকেন। কিন্তু এতে পাসওয়ার্ডের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন তাঁরা। ক্রোম ব্রাউজারের বাটনটি চালু হলে গোপনে নিরাপদে একে অপরকে পাসওয়ার্ড পাঠানো যাবে। নতুন এ সুবিধা দিতে শিগগিরই ক্রোম ব্রাউজারে ‘সেন্ড পাসওয়ার্ড’ বাটন যুক্ত করতে যাচ্ছে গুগল। বর্তমানে বাটনটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু ক্রোম ডেভেলপারকে ইউজার নেম এবং পাসওয়ার্ডের সঙ্গে ‘সেন্ড পাসওয়ার্ড’ বাটনটি ব্যবহারের সুযোগ করে দিয়েছে গুগল।
নতুন বাটনটি চালুর পাশাপাশি ‘নোট’ ফিচার চালুর জন্য কাজ করছে গুগল। ফিচারটি চালু হলে ইচ্ছা করলেই নিজের পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে না। পাসওয়ার্ড পরিবর্তনের সময় ফিচারটি ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত হতে বেশ কিছু নিরাপত্তা তথ্য জানতে চাইবে। সন্তুষ্ট হলেই কেবল পাসওয়ার্ড পরিবর্তনের অনুমতি দেওয়া হবে।
গোপনে পাসওয়ার্ড পাঠাবে ক্রোম ব্রাউজার

BERLIN, GERMANY - APRIL 22: The logo of the webbrowser Google Chrome is shown on the display of a smartphone on April 22, 2020 in Berlin, Germany. (Photo by Thomas Trutschel/Photothek via Getty Images)
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ