প্রত্যাশা ডেস্ক : অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তিনি সরাসরি ‘পাঠান’-এর নাম মুখে উচ্চারণ করেননি। গত মঙ্গলবার দিল্লি বিজেপির কার্যনির্বাহীর বৈঠকে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘কিছু মানুষ একটা সিনেমা নিয়ে মন্তব্য করছেন। সেসব টিভি-মিডিয়ায় প্রচারও হচ্ছে।’ এ সময় তিনি বিজেপির নেতাকর্মীদের যেকোনো অপ্রয়োজনীয় মন্তব্য না করার নির্দেশও দেন। এদিকে, গেরুয়া রং বিতর্ক নিয়ে ‘পাঠান’ ও শাহরুখ-দীপিকাদের পাশে দাঁড়িয়েছেন বলিউড-টলিউডের তারকারাসহ অনেকে। কেউ কেউ গেরুয়া রঙের বিকিনি পরে ‘বেশরম রং’ গানের সঙ্গে নেচে প্রতিবাদও করেছেন। অনেকে আবার পুরনো কিছু গানের ভিডিও ও স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুলেছেন, এর আগে অনেক ছবিতেই গেরুয়া রঙের বিকিনি পরে অনেক অভিনেত্রীই নেচেছেন। তখন কোনো বিতর্ক হয়নি, এখন শাহরুখ-দীপিকার ছবির ক্ষেত্রে কেন অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে? গেরুয়া তো একটা রং মাত্র। তবে সব বিতর্ককে পেছনে ফেলে মুক্তির জন্য প্রস্তুত ‘পাঠান’। ভরপুর অ্যাকশনের এই ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন ভারতীয় জওয়ানের ভূমিকায়। তার বিপরীতে দীপিকা। আরও আছেন জন আব্রাহাম।
জনপ্রিয় সংবাদ