প্রযুক্তি ডেস্ক : নতুন গেমিং ফোন আনছে শাওমি। চীনের বাজারে রেডমি কে৪০ গেমিং এডিশনে নামে ফোনটি এসেছে। এই একই ফোন নতুন নামে ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে অবমুক্ত হচ্ছে। গে¬াবাল ভার্সনের নাম হতে পারে পোকো এফ৩ জিটি।
সম্প্রতি টিপস্টার ক্যাসপার স্কারজিপেক একটি ছবি শেয়ার করেছেন টুইটারে। সেই ছবিতে স্পষ্ট ধরা পড়েছে মিইউ ১২-এর কোড। এই কোড একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। যার মডেল নম্বর গ২১০৪ক০ও। মডেল নম্বরের পাশাপাশিই গ২১০৪ক০ও থেকে জানা গিয়েছে যে, এই মডেলের মার্কেটিং নাম হতে চলেছে পোকো এফ৩ জিটি। এদিকে আবার গ২১০৪ক০ও মডেল নম্বর এর আগেও ব্যবহৃত হয়েছে রেডমি কে৪০ গেমিং এডিশনের জন্য। আর সেখান থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে যে, রেডমি কে৪০ গেমিং এডিশন নামে বাজারে আসবে।
গেমিং ফোন আনছে শাওমি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ